TRENDING:

Jacqueline Carrieri Death: অকালে চলে গেলেন জ্যাকলিন! 'প্লাস্টিক সার্জারি' করানোই কাল হল অভিনেত্রীর, শোকের ছায়া বিনোদন জগতে

Last Updated:

Jacqueline Carrieri Death: নিজেকে সুন্দর ও গ্ল্যামারাস রাখতে গিয়েই প্রাণ গেল জ্যাকলিনের৷ প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইন অভিনেত্রী জ্যাকলিন ক্যারিরি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সুন্দরের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোজ জব তো কখনও লিপ জব৷ যে কোনও প্রকারেই নিজেকে সুন্দর রাখতে হবে৷ শরীরী আবেদনে কে কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে জোর টক্কর। নিজেকে সুন্দর ও গ্ল্যামারাস রাখতে গিয়েই প্রাণ গেল জ্যাকলিনের৷ প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইন অভিনেত্রী জ্যাকলিন ক্যারিরি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে হলিউডে এবং তাঁর পরিবারে৷
অকালে চলে গেলেন জ্যাকলিন!
অকালে চলে গেলেন জ্যাকলিন!
advertisement

হলিউডে দুঃসংবাদ৷ সূত্রের খবর, মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হলেন জ্যাকলিন ক্যারিরি৷ ক্যালিফোর্নিয়ায় ল্যাটিন আমেরিকান সিনেমায় জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী৷ জ্যাকলিনের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত৷ জানা গিয়েছে, শরীরে রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যু হয়েছে তাঁর৷

আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পের পর ভয়ঙ্কর ‘সুনামি’র সতর্কতা, জাপানে জারি ‘হাই অ্যালার্ট’!

আরও পড়ুন- দুর্ঘটনা নাকি খুন? ফাঁস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ! ভয়ঙ্কর সত্য সামনে আনলেন বনি কাপুর

advertisement

আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে, জ্যাকলিনের চিকিৎসার সময়ে বেশ কিছু জটিলতা দেখা গিয়েছিল৷ যার ফলে শরীরে রক্ত বাঁধতে দেখা যায়, তাঁর ফলে মৃত্য হয় আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইনের৷ আরও জানা গেছে, প্লাস্টিক সার্জারি করার পর থেকেই একাধিকবার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল ৷ তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দুই সন্তান ক্লো এবং জুলিয়ানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন জ্যাকলিন৷ নিজেকে আরও সুন্দর করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল অভিনেত্রীর৷ উল্লেখ্য, ১৯৯৬ সালে আর্জেন্টিনায় সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙ্গুর ফসলের উৎসবের সৌন্দর্য প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন তিনি। তরুণী বয়সে সান রাফায়েল এন ভেন্ডিমিয়া উৎসবের ভাইস ক্যুইনও ছিলেন জ্যাকলিন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Carrieri Death: অকালে চলে গেলেন জ্যাকলিন! 'প্লাস্টিক সার্জারি' করানোই কাল হল অভিনেত্রীর, শোকের ছায়া বিনোদন জগতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল