একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আরবাজ বলেন, একটা সময় ছিল যখন আমি সবসময় চিন্তিত থাকতাম৷ এখন সেই সময় কেটে গিয়েছে৷ তুমি ভুলে যাও বা ক্ষমা করে দাও, তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে৷ যদি তুমি ভুলে যেতে পারো তাহলে তুমি ক্ষমাও করে দিতে পেরেছো৷ যদি ক্ষমা করতে পারো, তাহলে ভুলে হয়তো যাবে না, কিন্তু অন্তত ক্ষমা তো করতে পেরেছো৷
advertisement
মালাইকার সঙ্গে ডিভোর্সের পর জর্জিয়াকে ডেট করছেন আরবাজ৷ জানালেন এখন তিনি জীবনের ভাল সময়ে রয়েছেন৷ "যদি জর্জিয়ার সঙ্গে সম্পর্ক লুকোতেই হতো তাহলে কখনই আমি কখনই জর্জিয়ার সঙ্গে ক্যামেরার সামনে আসতাম না৷ জর্জিয়া আমার জীবনের অংশ এটা বলতে কোনও দ্বিধা নেই আমার৷ যখন একা ছিলাম নিজের জীবন নিয়ে বেশি ভাবতাম না৷ কিন্তু জর্জিয়া আসার পর জীবনটা আবার বদলে গিয়েছে৷"
advertisement
Location :
First Published :
March 07, 2019 8:01 PM IST