নিজের গাড়ি থেকে নেমে রাস্তা পার করছিলেন জর্জিয়া। আর তখনই তাঁর দিকে একটি গাড়ি ধেয়ে আসে। আরবাজের প্রেমিকা যদিও বিষয়টি সামলে নেন। গাড়ির ডিকিতে হাত চাপড়ে তিনি চালককে সাবধান করে দেন।
এই ভিডিয়োটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়। জর্জিয়া আহত হননি দেখে নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা।
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। বিগত বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকছেন তাঁরা। মাঝেমধ্যেই আরবাজের সঙ্গে নানা ছবি পোস্ট করেন তিনি।
আরও পড়ুন: 'কারাগার'-এর রহস্য ফাঁস! বন্দি চঞ্চল আসলে কে, বড় ইঙ্গিত মিলল ২য় সিজনের ট্রেলারে
আরও পড়ুন: দু'দেশের মানুষই স্বাধীন, তাও গণ্ডি রয়ে গিয়েছে, সিনেমার বাধাবিপত্তি নিয়ে আক্ষেপ চঞ্চলের
আরবাজের পরিবারের সঙ্গেও সময় কাটান জর্জিয়া। খান পরিবারের নানা অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে। ইনস্টাগ্রামেও যথেষ্ট সক্রিয় জর্জিয়া।