সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে সংসার পাতলেন আরবাজ খান৷ বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, সৎ মা হেলেন৷ এছাড়া সলমন এবং সোহেল, আরবাজ-পুত্র আরহানও ছিলেন বিয়েতে।
advertisement
এই রিসেপশান পার্টিতেই বাবার সঙ্গে ছেলের একটি গান সকলের মন কেড়ে নেয়৷ বিয়ের মূল অনুষ্ঠানের পর চলছিল পার্ট৷ গান গাইছিলেন হর্ষদীপ কৌর৷ আরহান এবং আরবাজকে একসঙ্গে দাবাং-এর গান ‘তেরে মাস্ত মাস্ত দো নেয়ন’ গাইতে দেখা গিয়েছে। এই ভিডিও নিয়েই বিস্তর চর্চা চলেছে৷ কারণ বাবার এই বিয়েতে যে আরহান বেশ খুশি, তা ধরে পড়েছে তাঁর অভিব্যক্তিতে৷
আরবাজ এবং মালাইকা অরোরার ছেলে আরহান৷ ১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজ-মালাইকার। ২০১৭ সালে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। মালাইকাও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। যদিও তিক্ততা ভুলে দু’জনেই ছেলে আরহানকে লালন পালন করার সিদ্ধান্ত নেন। বিদেশে পড়াশুনা করেন আরহান৷ তবে বাবা ও মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল৷
আরবাজের এই বিয়েতে তিনি হাজির ছিলেন৷ সেখানে আরহান খান গান গাইতে শুরু করলেই সবাই হাততালি দেন। তাঁর সৎ মা অর্থাৎ আরবাজ খানের দ্বিতীয় স্ত্রী সুরা খানও সেখানে আরহান খানকে উৎসাহ জোগান। আরবাজ খান এবং আরহান খানের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
বাবা-ছেলের এমন সুন্দর বন্ধন সকলের মন ছুঁয়ে গিয়েছে৷ এমনকী আরবাজ-সুরা ও আরহান খান একসঙ্গে ছবিও তোলেন৷ তাঁদের এই ছবি ও ভিডিও তুমুল ভাইরাল৷