TRENDING:

Arhaan Khan Viral Video: বাবার বিয়েতে ছেলের নাচ! সৎ-মায়ের সঙ্গে হাসি মুখে ছবি! মাতিয়ে দিলেন আরবাজ-মালাইকা পুত্র আরহান খান

Last Updated:

Malaika Arora Arbaaz Khan son Arhaan Khan: এই ভিডিও নিয়েই বিস্তর চর্চা চলেছে৷ কারণ বাবার এই বিয়েতে যে আরহান বেশ খুশি, তা ধরে পড়েছে তাঁর অভিব্যক্তিতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বাবার বিয়েতে ছেলের গান ও নাচ নজর কেড়েছিল সকলে৷ ২৪ ডিসেম্বর বিয়ে সারলেন আরবাজ খান৷ মালাইকা আরোরার প্রাক্তন স্বামী ও সলমনের দাদা আরবাজের বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই পারিবারিক৷ পরিবার ও কাছের বন্ধুরাই ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত৷ এসেছিলেন আরবাজের ছেলে আরহানও৷ কালো স্যুটে তাঁকে মিনিয়েও ছিল ভাল৷
advertisement

সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে সংসার পাতলেন আরবাজ খান৷ বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, সৎ মা হেলেন৷ এছাড়া সলমন এবং সোহেল, আরবাজ-পুত্র আরহানও ছিলেন বিয়েতে।

আরও পড়ুনHappy Birthday Salman Khan: সলমন খানের জন্মদিন! মুম্বইয়ের ছোট ফ্ল্যাটই ১০০ কোটি, বাকি কত সম্পত্তি ভাইজানের, ধারণা আছে?

advertisement

এই রিসেপশান পার্টিতেই বাবার সঙ্গে ছেলের একটি গান সকলের মন কেড়ে নেয়৷ বিয়ের মূল অনুষ্ঠানের পর চলছিল পার্ট৷ গান গাইছিলেন হর্ষদীপ কৌর৷ আরহান এবং আরবাজকে একসঙ্গে দাবাং-এর গান ‘তেরে মাস্ত মাস্ত দো নেয়ন’ গাইতে দেখা গিয়েছে। এই ভিডিও নিয়েই বিস্তর চর্চা চলেছে৷ কারণ বাবার এই বিয়েতে যে আরহান বেশ খুশি, তা ধরে পড়েছে তাঁর অভিব্যক্তিতে৷

advertisement

আরবাজ এবং মালাইকা অরোরার ছেলে আরহান৷ ১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজ-মালাইকার। ২০১৭ সালে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। মালাইকাও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। যদিও তিক্ততা ভুলে দু’জনেই ছেলে আরহানকে লালন পালন করার সিদ্ধান্ত নেন। বিদেশে পড়াশুনা করেন আরহান৷ তবে বাবা ও মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল৷

আরবাজের এই বিয়েতে তিনি হাজির ছিলেন৷ সেখানে আরহান খান গান গাইতে শুরু করলেই সবাই হাততালি দেন। তাঁর সৎ মা অর্থাৎ আরবাজ খানের দ্বিতীয় স্ত্রী সুরা খানও সেখানে আরহান খানকে উৎসাহ জোগান। আরবাজ খান এবং আরহান খানের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

বাবা-ছেলের এমন সুন্দর বন্ধন সকলের মন ছুঁয়ে গিয়েছে৷ এমনকী আরবাজ-সুরা ও আরহান খান একসঙ্গে ছবিও তোলেন৷ তাঁদের এই ছবি ও ভিডিও তুমুল ভাইরাল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arhaan Khan Viral Video: বাবার বিয়েতে ছেলের নাচ! সৎ-মায়ের সঙ্গে হাসি মুখে ছবি! মাতিয়ে দিলেন আরবাজ-মালাইকা পুত্র আরহান খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল