অপরাজিতার মন্তব্যে আছে তির্যক খোঁচাও ৷ বলেছেন, ‘‘যারা ভোটের সময় খুব মানুষের জন্য কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছিল তারা সবাই ভ্যানিশ হয়ে গেছে’’৷ স্পষ্টবক্তা বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত অপরাজিতা ৷ তাঁর ইঙ্গিত কি রাজনীতিক হয়ে যাওয়া তারকাদের দিকে? এই নিয়ে চর্চা তুঙ্গে নেটিজেনদের মধ্যে ৷
এই প্রসঙ্গে আর কোনও ইঙ্গিত দেননি অপরাজিতা ৷ তাঁর মতো জমা জলের দুর্ভোগের মুখোমুখি হতে হয়েছে কলকাতার অসংখ্য নাগরিককে ৷ একে ভরা বর্ষায় রাতভর মুষলধারায় বৃষ্টি ৷ তার উপর বিভিন্ন বাঁধে জল ছাড়া হয়েছে ৷ ফলে সব মিলিয়ে দুর্বল নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা আক্ষরিক অর্থেই অথৈ জলে ৷
advertisement
অপরাজিতার পোস্টে নিজেদের সমস্যার সঙ্গে এক হয়ে যেতে পেরেছেন নেটিজেনরা ৷ পর্দার মতো সামাজিক মাধ্যমেও অপরাজিতা খুব জনপ্রিয় এবং সক্রিয় ৷ কিছু দিন আগেই ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সম্পর্কের একাল সেকাল নিয়ে ৷ ২৩ বছরের ব্যবধানে ছবি শেয়ার করেছিলেন স্বামী অতনু হাজরার সঙ্গে ৷
প্রথম ছবিতে তিনি বিয়ের সাজে ৷ দ্বিতীয় ছবিতেও একইভাবে আলিঙ্গনাবদ্ধ হয়ে রয়েছেন দম্পতি ৷ সম্ভবত কোনও নিমন্ত্রণবাড়িতে গিয়েছিলেন তাঁরা ৷ জীবনসঙ্গীর পাশে একই ভঙ্গিমায় ছবি ৷ মাঝে কেটে গিয়েছে দু’ দশকের বেশি সময় ৷ তাঁর এই পোস্ট ঘিরেও নেটিজেনদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷
তবে এ বারের পোস্ট আর নস্টালজিয়া নয় ৷ বরং, বৃষ্টির জমা জলে তির্যক ও তীক্ষ্ণ হয়েছে ব্যঙ্গ ৷