TRENDING:

মাছ-মাংস ছেড়ে দিলেন ! কী হল অনুষ্কার ?

Last Updated:

হাবি বিরাটের সঙ্গে ইংল্যান্ড ট্যুরে দারুণ এনজয় করছেন অনুষ্কা শর্মা কোহলি ৷ কখনও রোম্যান্টিক, কখনও হৈ হুল্লোড়, নানা মুডের ছবিও পোস্ট করছেন চুটিয়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হাবি বিরাটের সঙ্গে ইংল্যান্ড ট্যুরে দারুণ এনজয় করছেন অনুষ্কা শর্মা কোহলি ৷ কখনও রোম্যান্টিক, কখনও হৈ হুল্লোড়, নানা মুডের ছবিও পোস্ট করছেন চুটিয়ে ৷
advertisement

দিব্যি বেশ তো ছিলেন ৷ কী হল হঠাৎ ? নিরামিশাষী হয়ে গেলেন বিরাট-ঘরণী ! আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন ৷ মাছ-মাংস সবই ছেড়ে দিয়েছেন অনুষ্কা ৷ সে কথাই এবার জানালেন সোশ্যাল মিডিয়ায় ৷ জানাচ্ছেন তিনি পুরোপুরি নিরামিশাষী হয়ে গিয়েছেন ৷ এবং জীবনের এই বিশেষ সিদ্ধান্তটি নিয়ে খুব খুশি তিনি ৷ অবশ্য এই খবর তেমন নতুন কিছু নয় ৷ তিন বছর আগেই নাকি আমিষ খাবার ছেড়ে দিয়েছেন তিনি ৷

advertisement

আরও পড়ুন: আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বাস্তবেই জুহি চাওলার বাবাকে প্রস্তাব দিয়েছিলেন সলমন

তবে এখন তিনি এই নিয়ে প্রচারেও নেমেছেন ৷ পেটা ( পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল)-র তরফে প্রাণিহত্যা বন্ধ করার পক্ষে সওয়াল করছেন নায়িকা ৷ তিনি বলছেন, আমিষ আহার বর্জন করা তাঁর জীবনের একেবারে সঠিক সিদ্ধান্ত ৷ সবজি থেকে তিনি অনেক এনার্জি পান৷ তবে অনুষ্কার সবচেয়ে খুশির কারণ হল, এখন আর তাঁর খাবার অন্য কোনও পশুর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না ৷

advertisement

আরও পড়ুন: মাধুরীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই বলি সিঙ্গার! কারণ শুনলে তাজ্জব বনে যাবেন

সাম্প্রতি পেটা-র একটি বিজ্ঞাপনেও সেই কথাই প্রচার করতে দেখা গিয়েছে নায়িকাকে ৷ নিজের পোশাক ব্র্যান্ড ‘নুশ’-এর পোশাকে তাঁর সুস্থ শরীর ফ্লন্ট করছেন অনুষ্কা ৷ এর আগে ২০১৭ সালে পেটা-র ইন্ডিয়ান হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রিটির শিরোপাও উঠেছিল তাঁর মাথায় ৷ পাশপাশি, মুম্বইয়ে পশুদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করেছেন নায়িকা ৷ পশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও বিভিন্ন কর্মসূচীর সঙ্গে জড়িয়ে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের ফার্স্ট লেডি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাছ-মাংস ছেড়ে দিলেন ! কী হল অনুষ্কার ?