আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর শ্যুটিংয়ের জন্য একটি ম্যাচ একটি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ইডেনে আয়োজন করা হচ্ছে। দু'দেশের জার্সি পরেই খেলবেন শিল্পীরা। পর্দায় ঝুলন গোস্বামী হিসেবে দেখা যাবে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কাকে।
আরও পড়ুন: সুখবর ! ইডেনে মেগা ম্যাচ, নৈশালোকে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত-পাকিস্তান! কবে হবে এই খেলা?
advertisement
২০১৮-এ 'জিরো'র পর আবার তিনি পর্দায় ফিরছেন। মাতৃত্বকালীন অবসর কাটিয়ে 'মাঠে' নামলেন তিনি। বায়োপিকের শ্যুটিংয়ের খানিক অংশ অনুষ্কা অন্তঃসত্ত্বা হওয়ার আগেই সারা হয়ে গিয়েছিল। তখনও একবার ইডেনে এসেছিলেন বলি তারকা। উপস্থিত ছিলেন ঝুলনও। তাঁদের একটি ছবি ভাইরাল হয়েছিল সেবার।
এ বার বাকি অংশ শ্যুট করা হবে। সূত্রের খবর, একটি ক্লাইম্যাক্স দৃশ্যে ম্যাচ দেখানো হবে, আর সেটি শ্যুট করতেই ঝুলনের শহরে পা রেখেছেন তিনি।
ইতিমধ্যে অনুষ্কার বাড়ি গিয়ে ঝুলন নিজের জীবনকাহিনি বলেছেন বিরাটপত্নীকে। সেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট উপস্থিত থাকলেও ঝুলনের কথার মাঝে স্ত্রীকে পরামর্শ দেননি। বরং বরাবর অনুষ্কাকে তাঁর উপদেশ ছিল, ঝুলনের থেকেই ক্রিকেট আয়ত্ত করা উচিত।
আরও পড়ুন: ওটিটিতে মুক্তি পাচ্ছে চাকদা এক্সপ্রেস, বৃষ্টিভেজা ছবির দৃশ্য শেয়ার করলেন অনুষ্কা
বাংলা মহিলাদের সিনিয়র ক্রিকেট দলের সঙ্গে মেন্টর হিসেবে রয়েছেন ঝুলন। প্রোডাকশনের পক্ষ থেকে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছে কোন পিচে ম্যাচের শ্যুটিং সম্পন্ন হবে। প্রাথমিকভাবে গত ১১ তারিখ শ্যুটিংয়ের তারিখ ঠিক থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু দিন কয়েকের অপেক্ষা, তারপরেই ইডেনে লাইট ক্যামেরা অ্যাকশন। বল হাতে ছুটতে দেখা যাবে পর্দার 'ঝুলন গোস্বামী'কে। ছবির শ্যুটিং ঘিরে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে ইডেন জুড়ে।