বলিউড সূত্রে খবর, ৩টি বড় বাজেটের ছবি নিয়ে পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা। তিনটিই ছবি এবং ২০২২ সাল থেকেই তিনটির শ্যুটিং শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছে, দুটি ছবি বড় পর্দায় মুক্তি পাবে এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্মে। তার মধ্যে ওটিটির ছবিটি ভারতীয় ওটিটি-র জগতে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। সূত্রের খবর, '২০২২ সালে অভিনয়ে ফিরছেন অনুষ্কা শর্মা। এবং একটি না, পর পর তিনটি ছবিতে দেখা যাবে তাঁকে। ২টি বড় পর্দায় এবং একটি ওটিটিতে।'
advertisement
আরও পড়ুন: কলকাতার করোনা পরিস্থিতি মারাত্মক, আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত ২৭!
অভিনয় জগতে প্রবেশ করেছিলেন শাহরুখ খানের সঙ্গে 'রব নে বনা দি জোড়ি' ছবি দিয়ে। এর পর আর ফিরে তাকাতে হয়নি অনুষ্কাকে। একাধিক ব্লকবাস্টার ছবির নায়িকা অনুষ্কা শর্মা। তালিকায় রয়েছে, পিকে, সুলতান, সঞ্জু, ব্যান্ড বাজা বারাত, এনএইচ টেন, পরী। সূত্রের খবর, দীর্ঘ এই ব্রেক নেওয়ার পর আরও শক্তিশালী নায়িকা হিসেবে পর্দায় ফিরছেন অনুষ্কা। এবং প্রতিবারের মতো এবারের ছবিগুলিও একে অন্যের থেকে খানিকটা আলাদাই হতে চলেছে।
আরও পড়ুন: জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে প্রচুর নিয়োগ, যোগ্যতা স্নাতক উত্তীর্ণ
অভিনয়ের পাশাপাশি সফল একজন প্রযোজকও অনুষ্কা শর্মা। পাতাল লোক, বুলবুল, মাই, কালা-র মতো অনেক ছবির প্রযোজক তিনি। নিজের প্রযোজনার তিনটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ফিল্লাউরি, এনএইচটেন ও পরীতে দেখা গিয়েছে তাঁকে। এবার ফের তিন বছর পর পর্দায় কামব্যাকের অপেক্ষায় অনুষ্কা শর্মা।