অনুষ্কার ভাষায়, '' সবকিছুই গোপন ছিল। কেউ কিছু জানত না এবং আদি-ও চায়নি কেউ জানুক, আমি-ই ছবির হিরোইন। আদির নির্দেশ ছিল, সিনেমার ব্যপারে যেন আমি কারও সঙ্গে, এমনকি আমার বাবা-মার সঙ্গেও কথা না বলি। রীতিমত অবাক হয়েছিলাম শুনে।''
আরও পড়ুনঃ শুভ্র ঠাকুরপো নয়, প্রাক্তন বিধায়কের ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বেণী বৌদি সুদীপ্তা
advertisement
‘রব নে বানা দি জোড়ি’ ছবির সূত্রপাত হয় দুর্ঘটনায় হবু বরের মৃত্যুর পর খোলসে ঢুকে যাওয়া তরুণী ‘তানি’র সঙ্গে অল্প কথা বলা ‘সুরিন্দর’-এর বিয়ে দিয়ে। পরিস্থিতির চাপে অপরিচিত একজনের সঙ্গে বিবাহবন্ধনে আটকে পড়া ‘তানি’-কে মুগ্ধ করার জন্য কীভাবে ‘সুরিন্দর’ নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে সেই নিয়েই এই ছবির কাহিনি। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত এই সিনেমা।
আরও পড়ুনঃ হার মানল হলিউড, বলিউড! রাজকীয় আসরে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী রূপসা, চিনুন তাঁর স্বামীকে
২০১৮-এ 'জিরো'র পর মাতৃত্বকালীন অবসর কাটিয়ে আবার পর্দায় ফিরছেন অনুষ্কা। বিরাট-পত্নী অনুষ্কা শর্মা ক্যারিয়ারে প্রথমবারের মতো একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন। তাঁকে ‘চাকদা এক্সপ্রেস’-এ দেখা যাবে, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে একটি স্পোর্টস বায়োপিক। ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও ঘোষনা করেনি প্রযোজনা সংস্থা । আনুষ্কার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্ম '-এর প্রযোজনায় নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’।