TRENDING:

Anurag Kashyap on Pathaan: পাঠানের মতো ছবি আমি বানাব না, কিন্তু... ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন অনুরাগ, কী প্রতিক্রিয়া তাঁর

Last Updated:

Anurag Kashyap on Pathaan: অনুরাগের কথায়, "আমি এমন একজন পরিচালক, যার ছবি কোনও দিনও বিগ ওপেনিং পায়নি। কিন্তু আমি এখনও এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি। ৩০ বছর বাদেও।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একাধিক রেকর্ড গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারটি। বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক স্ক্রিনে মুক্তি পেল ছবিটি। দেশের সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাচ্ছে 'পাঠান'।
শাহরুখ-অনুরাগ
শাহরুখ-অনুরাগ
advertisement

লক্ষ লক্ষ ভক্তদের মতো পরিচালক অনুরাগ কাশ্যপও বড় পর্দায় শাহরুখ খানকে দেখতে গিয়েছিলেন ফার্স্ট ডে ফার্স্ট শো-এ। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে তাঁর প্রথম বক্তব্য, "শাহরুখ খানকে আগে কখনও এত সুন্দর দেখতে লাগেনি। অপূর্ব! আমরা তো ওঁকেই দেখতে এসেছি। মন ভাল হয়ে গেল।"

আরও পড়ুন: হু হু করা ঠান্ডা হাওয়ায় জমে যাচ্ছিলাম বেশরম রং শ্যুটে, 'প্রিয় গান' নিয়ে দীপিকা!

advertisement

আরও পড়ুন: পুলিশকে পরোয়া নয়! পাঠান দেখতে জোর করে খোলা হলের গেট, মুখ থুবড়ে পড়লেন দর্শকরা

'পাঠান' মুক্তি পাওয়ার আগে শাহরুখের ছবি নিয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হয়তো কোনও দিনও 'পাঠান'-এর মতো ছবি বানাবেন না, কিন্তু তিনি চান, এই রকম ছবি যেন ভাল ব্যবসা করে। তার কারণ এই ধরনের একটা ছবি দেখতে যদি হলভর্তি করেন মানুষ, তাতে একটা গোটা ইন্ডাস্ট্রির লাভ।

advertisement

অনুরাগের কথায়, "আমি এমন একজন পরিচালক, যার ছবি কোনও দিনও বিগ ওপেনিং পায়নি। কিন্তু আমি এখনও এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি। ৩০ বছর বাদেও। আমার বহু ছবি স্থায়ী হয়েছে। ওটিটি হোক বা যেখানে হোক। যেমন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ যখন মুক্তি পেয়েছে, সেই সময় কিন্তু তেমন চলেনি ছবিটা। তাই ছবি ভাল হলে তা দীর্ঘমেয়াদী হবেই।"

advertisement

তাঁকে প্রশ্ন করা হয়, কেন বিগ বাজেটের ছবি, মশলাদার ছবি ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন? পরিচালকের উত্তর, ‘‘আমাদের ইন্ডাস্ট্রিতে ‘পাঠান’ বা ‘ভোলা’র মতো ছবির জন্য অর্থনীতির ফ্লো শুরু হয়। এরকম ছবি চললে ছবির ডিস্ট্রিবিউটাররা সাহস পায়। তাঁদের হাতে টাকা আসে। আর এই সময়ে প্রেক্ষাগৃহে এত এত মানুষ ছবি দেখতে যান, তাঁরা তখন হয়তো এক কোণায় আমার ছবির পোস্টার দেখতে পাবেন। এভাবেই খবর ছড়াবে। তাঁদের মনে প্রশ্ন জাগবে, এটা কী ছবি? আর তাই শাহরুখের ছবির ব্যবসা করা উচিত।’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anurag Kashyap on Pathaan: পাঠানের মতো ছবি আমি বানাব না, কিন্তু... ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন অনুরাগ, কী প্রতিক্রিয়া তাঁর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল