TRENDING:

Anupam Roy Prashmita Paul: এক বছর হয়নি বিয়ের, একসঙ্গে গান-বাজনাও চলছে! অনুপম-প্রশ্মিতার ছবিতে 'এত সমস্যা'-র কথা কেন?

Last Updated:

Anupam Roy Prashmita Paul: এলাহি আয়োজন নয়, বরং সাদামাঠা ভাবেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে নতুন অধ্যায় শুরু করেন অনুপম-প্রস্মিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গানের পাশাপাশি নানা কারণেই বরাবর ‘টক অফ দ্য টাউন’ গায়ক অনুপম রায়। গত বছর মার্চেই গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে তৃতীয় বিয়ে করেছেন অনুপম। এলাহি আয়োজন নয়, বরং সাদামাঠা ভাবেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে নতুন অধ্যায় শুরু করেন অনুপম-প্রস্মিতা।
অনুপম-প্রশ্মিতা
অনুপম-প্রশ্মিতা
advertisement

সম্প্রতি মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কি রায়। ছবিতে সঙ্গীতের আয়োজন করেছেন অনুপম। শুধু তাই নয়, স্ত্রী প্রশ্মিতার সঙ্গে ‘জানি বন্ধু জানি’ গানটি গেয়েওছেন অনুপম।

আরও পড়ুন: মাংস খেয়ে শেষে কটমটিয়ে হাড় চেবান? এতে আপনার শরীরে কী হচ্ছে জানলে মাথা ঘুরে যাবে!

advertisement

এই গানের ক্যাপশন দিয়েই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন অনুপম। লিখেছেন, ‘কোথা থেকে এত সমস্যা বলো হতে থাকে আমদানি?

যদি বা একটা মেটে আর একটা ছুড়ে মারে ফুলদানি!

তখনই জীবনে তুমি দেখা দাও ভালবাসা সন্ধানী …’।

আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের থোড় এক ভয়ানক রোগের চরম শত্রু! জানতেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ছবিতে দেখা গিয়েছে, বাঙালি কায়দায় পরা ধুতি, লাল পাঞ্জাবি ও সঙ্গে চাদর নিয়ে একবারে ‘বাঙালী বাবু’র বেশে ধরা দিয়েছেন অনুপম। অন্যদিকে প্রশ্মিতার পরনে ছিল সাদা শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। ছোট্ট টিপ, হালকা মেকআপে সেজে উঠেছিলেন গায়িকা। গয়নার মধ্যে প্রশ্মিতার কানে ছিল ঝোলা দুল, আর হাতে ঘড়ি পরেছিলেন তিনি। সব মিলিয়ে বেশ মিষ্টি দেখাচ্ছিল অনুপম ঘরণীকে। গান যেমন দর্শকের মন জয় করেছে, তেমনই নজর কেড়েছে অনুপমের পোস্ট করা এই ছবি ও তার ক্যাপশন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy Prashmita Paul: এক বছর হয়নি বিয়ের, একসঙ্গে গান-বাজনাও চলছে! অনুপম-প্রশ্মিতার ছবিতে 'এত সমস্যা'-র কথা কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল