TRENDING:

Anupam Roy Trolled: ‘তুমি অন্য কারওর সঙ্গে বেঁধো ঘর’...ক্ষত বিক্ষত মুহূর্তে অনুপমকে কদর্য আক্রমণ তাঁর সৃষ্টি দিয়েই!

Last Updated:

Anupam Roy Trolled: কারওর কারওর তাঁকে পরামর্শ আরও একটা বিয়ে করে নেওয়ার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সেলেব্রিটি হওয়ার মাশুল অনুপম রায়কে দিতে হচ্ছে নিজের সৃষ্টি দিয়েই৷ তাঁর ব্যক্তিগত জীবন ক্ষত বিক্ষত হওয়ার পরম মুহূর্তে বেরিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ার তীব্র বাঘনখ৷ নানারকমের মিম তো ছড়িয়ে পড়েইছে৷ এছাড়াও ‘নেটিজেন’ পরিচয়ের আড়ালে কূপমণ্ডুক মানসিকতায় ছিন্নভিন্ন সোশ্যাল মিডিয়ায় শিল্পীর প্রোফাইল৷ গান গেয়ে নবদ্বীপের এক অনুষ্ঠান মাতিয়ে দেওয়ার ছবি অনুপম পোস্ট করেছিলেন ফেসবুকে৷ সেখানে দিব্যি শিল্পীর গান নিয়েই আসছিল মন্তব্য৷ সেই ধারা পাল্টে গেল চকিতে, শুধু একটা খবরেই৷
তিনজনের ব্যক্তিগত জীবনই সমালোচকদের আতসকাচের নীচে
তিনজনের ব্যক্তিগত জীবনই সমালোচকদের আতসকাচের নীচে
advertisement

ইন্টারনেটে যে-ই জানা গেল যে অনুপমের প্রাক্তন জীবনসঙ্গী এ বার হতে চলেছেন পরমব্রতর বর্তমান, তার পর থেকে আর সোশ্যাল মিডিয়াকে পায় কে! অনুপমের গানের প্রসঙ্গ তুলে এক জনের ব্যঙ্গ, ‘‘দাদা লিখেছিলো তুমি অন্য কারুর সঙ্গে বেধো ঘর ,and দিদি took it seriously’’৷ আর এক অর্বাচীনের প্রশ্ন, ‘‘আপনার কি বউ চলে গেছে?’’ এক তরুণী জানতে চেয়েছেন ‘‘আপনি বিয়েতে গিয়েছিলেন?’’ কারওর কারওর তাঁকে পরামর্শ আরও একটা বিয়ে করে নেওয়ার!

advertisement

প্রসঙ্গত ২০১৫ সালে পিয়াকে বিয়ে করেছিলেন অনুপম৷ এটা ছিল তাঁর দ্বিতীয় বিয়ে৷ সেটা নিয়েও এসেছে কটাক্ষ৷ বলা হয়েছে, এ বার নাকি গায়ক যাবেন তৃতীয় বিয়ে করতে! কারওর বক্রোক্তি, মনখারাপে কি গায়কের সুরা প্রয়োজন? তবে এসেছে পাশে থাকার বার্তাও৷ বহু শুভানুধ্যায়ীর আশা, অনুপম আরও কাজের মধ্যে ডুবিয়ে দেবেন নিজেকে৷ জীবনে চলার পথে এগিয়ে যেতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন হিতাকাঙ্ক্ষীরা৷

advertisement

অনুরাগীদের বিস্মিত করে ২০২১ সালে টুইট করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম রায়। জানান, এ বার থেকে পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধু হিসেবেই থাকবেন। তাঁরা আর স্বামী-স্ত্রী নন। ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকেই আলাদা হচ্ছেন বলে জানিয়েছিলেন তাঁরা। তার পরেই পিয়ার সঙ্গে ‘টলিউডেরই এক নায়কের’ সম্পর্কের গুজব শুনতে পাওয়া যায়। ক্রমশ গুঞ্জনে ভেসে ওঠে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অবশেষে সেই গুঞ্জন দূর হয়ে সত্যিই সোমবার সাতপাকে বাঁধা পড়লেন পরম-পিয়া৷ এর আগেও অন্য প্রণয় সম্পর্কে ছিলেন পরমব্রত৷ সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোচুরিতে বিশ্বাসী ছিলেন না তিনি৷ তবে পিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে দীর্ঘদিন বন্ধুত্বের পরিচয়ই দিয়ে এসেছিলেন৷ তাঁদের বিয়ের পর এ বার তিনজনের ব্যক্তিগত জীবনই সমালোচকদের আতসকাচের নীচে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy Trolled: ‘তুমি অন্য কারওর সঙ্গে বেঁধো ঘর’...ক্ষত বিক্ষত মুহূর্তে অনুপমকে কদর্য আক্রমণ তাঁর সৃষ্টি দিয়েই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল