রবিঠাকুরের লুকে তিনি নিজের ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন “আমার ৫৩৮ তম ছবিতে গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি। তবে কোন ছবিতে আমাকে এই লুকে দেখা যাবে তা এখনই জানানো সম্ভব না। যথাসময়ে এই ব্যাপারে আমি জানাবো। আমার অনেক সৌভাগ্য যে আমি গুরুদেব চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারব। শীঘ্রই আপনার সঙ্গে এই চলচ্চিত্র সমন্ধে আরও আপডেট দেব!”
advertisement
আরও পড়ুন: উজ্জ্বল বসুর পরিচালনায় ফিরছে ‘মেমসাহেব’! উত্তম-অপর্ণা নস্টালজিয়া নতুন মোড়কে বড় পর্দায়
অনুপম খের সাদা-কালো একটি ছবিটি শেয়ার করেছেন। ছবিতে, তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পোশাক পরে সাদা চুল ও লম্বা দাড়িতে দেখা গিয়েছে। তিনি ইনস্ট্রাগ্রামে রবি ঠাকুরের লুকে মুভিং পিকচার আকারে ছবিটি শেয়ার করেছেন।
অনুপম খেরকে রবি ঠাকুরের লুকে দেখে তাঁর বহু আনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন পাশাপাশি অভিনেতার প্রশংসা করেছেন। একজন লিখেছেন ‘আমি আপনাকে চিনতে পারিনি স্যার… অসাধারণ,’। অন্য এক অনুরাগী লিখেছেন, ‘অভিনন্দন স্যার, আমি এই ছবিটির জন্য খুবই উৎসাহিত।’ আর একজন লিখেছেন, ‘আমি নিশ্চিত যে এই চরিত্রটি আপনার চেয়ে ভাল কেউ করতে পারবে না।’
আরও পড়ুন: ‘শহরের উষ্ণতম দিনে’-এর প্রিমিয়ারে চাঁদের হাট! কারা কারা ছিলেন জানলে অবাক হবেন
প্রসঙ্গত, এ বছরের শুরুতে, একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে, অভিনেতা ৬০ বছর বয়সে ভাল কাজ খোঁজার বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ” এই বয়সে চরিত্র বাছতে চাওয়া একটি বিলাসিতা। আমাদের তরুণ লেখকরা ৬০ বছরের বেশি বয়সী লোকদের জন্য গল্প লিখছেন। এর থেকে ভাল এর কী হতে পারে। আমি সম্প্রতি ‘দ্য সিগনেচার’ নামে একটি ছবি করেছি, এটি মারাঠি পরিচালক গজেন্দ্রের তৈরি একটি প্রেমের গল্প। আরও কিছু ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। বিদ্যুৎ জাম্মওয়ালের সঙ্গেও আমি একটি ছবি করেছি। তারপরে রয়েছে সতীশ কৌশিকের ‘কাগজ 2’ এবং ‘ইমার্জেন্সি’। আমি নানা রকম চ্যালেঞ্জিং চরিত্র করতে চাই।”
অনুপম খেরকে শীঘ্রই কঙ্গনা রানাউতের সঙ্গে ‘ইমার্জেন্সি’ ছবিতে দেখা যাবে। ছবিতে তাঁকে রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে। চলতি বছরের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে ‘ইমার্জেন্সি’ আসবে।