আগেও অনুপম, লতা মঙ্গেশকরের ছবির একটি গ্যালারি শেয়ার করেছেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। লিখেছেন, “ভারতরত্ন লতামঙ্গেশকর আমাদের ছেড়ে কোথাও যেতে পারবেন না। তাঁর কণ্ঠ চিরকাল প্রতিটি ভারতীয়ের হৃদয় ও আত্মায় খোদাই করা থাকবে। হয়তো, উপরের দেবতারাও লতা দিদির প্রাণময় কণ্ঠ শুনতে চেয়েছিলেন। তাই তাঁরা তাঁকে ডেকে নিলেন!"
advertisement
আরও পড়ুন: স্তব্ধ হল কোকিলকন্ঠ...স্মৃতির পাতা থেকে সুরসম্রাজ্ঞীর কিছু না দেখা ছবি
অমিতাভ বচ্চন, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় লীলা বনসালিকে লতা মঙ্গেশকরের বাড়িতে দেখা যায়। কিংবদন্তি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহরুখ খান, শচীন তেনডুলকার এবং আরও অনেকে শেষকৃত্যের জন্য় আসেন। পাকিস্তান থেকেও লতার জন্য শ্রদ্ধা জানানো হয়েছে।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের প্রয়াণে দু' দিনের জাতীয় শোক, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য
দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রভাকুঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল লতা মঙ্গেশকরের মরদেহ। তার পর সেখান থেকে বিকেল চারটে নাগাদ শিবাজি পার্কের উদ্দেশে যাত্রা। সন্ধে সাড়ে ছটায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় লতা মঙ্গেশকরের। সুরসম্রাজ্ঞীর শেষ যাত্রায় এসেছিলেন অমিতাভ বচ্চন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে৷ চিকিৎসায় প্রাথমিক ভাবে সাড়া দেওয়ার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ শেষ পর্যন্ত রবিবার সকালেই থেমে যায় সব লড়াই৷