অন্নু কাপুরের দাবি, ব্যাগটিতে নগদ টাকা, আইপ্যাড, ডায়েরি এবং ক্রেডিট কার্ড ছিল। একইসঙ্গে তিনি বাকি পর্যটকদেরও বিদেশ বেড়াতে গিয়ে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এক মিনিটের লম্বা ভিডিওতে তিনি বলেছেন, 'আমার সব কিছু ফ্রান্সে এসে চুরি হয়ে গেছে। প্রাডার ব্যাগ থেকে শুরু করে, ক্রেডিট কার্ড, ফ্রান্সের টাকা, ইউরো এমনকি আই প্যাড পর্যন্ত ছিল তাতে'।
advertisement
আরও পড়ুন: পঞ্জিকা ২৩ জুন: দেখুন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
আরও পড়ুন: যৌনমিলনের পর প্রস্রাব করা কি উচিত? শরীরে কী প্রভাব পড়ে এর জানেন?
যথারীতি মানসিক ভাবে তিনি যথেষ্ট ভেঙে পড়েছেন। তার মধ্যেই সতর্ক বাণী দিলেন অভিনেতা বললেন, 'ফ্রান্সে এলে অবশ্যই সতর্ক এবং সাবধান থেকো। সবকটা চোর, ছ্যাচড় এখানে'। গোটা বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ফ্রান্সের পর্যটনকে ট্যাগ করেছেন। পুলিশকেও জানিয়েছেন তিনি। অভিনেতা পুলিশের কাছে অভিযোগ জানানোর কথাও উল্লেখ করেছেন।