ফেসবুকে অঙ্কুশ একটি ছবি পোস্ট করলেন। তাঁর এবং ঐন্দ্রিলার। ছবিটি পুরনো। অঙ্কুশের কোলে বসে ঐন্দ্রিলা। চুম্বন করছেন একে অপরকে। সঙ্গে টলি নায়ক লিখলেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।'
advertisement
বেশ কিছু বছর ধরেই তাঁদের প্রশ্ন করা হয়, বিয়ে কবে করবেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল? নির্দিষ্ট করে কোনও দিন উত্তর দিতে পারেননি তাঁরা। চলতি বছর প্রেম দিবসের আগে হঠাৎ অঙ্কুশ জানালেন, তাঁদের বিয়ে হবে কি হবে না, জানেন না। বিশেষ কিছু কারণও রয়েছে বলে জানালেন অঙ্কুশ।
আরও পড়ুন: টলিউডে ত্রিকোণ প্রেমের গল্প, সোমরাজ-পায়েলের ছোটবেলার সম্পর্কের মাঝে প্রিয়াঙ্কা!
আরও পড়ুন: BJP-র চক্রান্তের যোগ্য জবাব দেবে দর্শকরা! 'এলএসডি' বিতর্কে জবাব সোহম-সায়নীর
কিন্তু কী সেই কারণ? এমন একটি সংবাদ দিয়ে প্রেম উদযাপনের কারণই বা কী? জানতে যোগাযোগ করা হয়েছিল অঙ্কুশকে। কিন্তু ফোনে তাঁকে পাওয়া যায়নি।
এক দশক ধরে প্রেম। তখন ঐন্দ্রিলা সিরিয়ালে অভিনয় করতেন। অঙ্কুশ সদ্য বড়পর্দায় পা রেখেছেন। বন্ধুত্ব দিয়ে সম্পর্কের শুরু। বিক্রম চট্টোপাধ্যায় তাঁদের দু'জনকে একাধিকবার দেখা করিয়েছেন। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে গড়ায়।