কিন্তু রেহাই নেই! মহিলারা যেন ঝাঁপিয়ে পড়লেন অঙ্কুশের উপর। পাত ফাঁকা রাখাই যাবে না। ''ওমা পাত যে একেবারে খালি। বাটিগুলোও যে ফাঁকা। মাত্র ২৯ পিস মাংস খেলে কি পেট ভরে বাবা?'' এমন ভয়ানক কথায় চমকে উঠলেন অঙ্কুশ-সৌরভ। জোর করে পাতে পড়ল আরও মাংস। আর থাকতে না পেরে কেঁদে ফেললেন অঙ্কুশ। কোনও রকমে একটা রসগোল্লা কামড়ে কাঁদতে শুরু করলেন নায়ক। বেজে উঠল গান, 'ছল ছল নয়নে, হাসিমাখা বদনে'।
advertisement
আরও পড়ুন: প্রথম জামাইষষ্ঠী ইন্দ্রাশিসের, পোলাও, পাঁঠার মাংস ছাড়া আর কী পড়ল পাতে? রইল ছবি
জামাইষষ্ঠীর অত্যাচারে এমন বেহাল অবস্থা অঙ্কুশের? খানিকটা তাই। তবে বাস্তবে নয়, পর্দায়। রাজ চক্রবর্তীর ছবি 'বলো দুগ্গা মাঈকী' ছবির একটি দৃশ্যে এমনই খেতে হয়েছিল তাঁকে। জামাইষষ্ঠী উপলক্ষে সেই দৃশ্যটি ছোট ভিডিও আকারে পোস্ট করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবির নায়িকা নুসরত জাহানের বনেদি বাড়িতে অতিথি হিসেবে থাকতে এসেছিলেন তিন মূর্তিমান। আর সেখানেই এমন অত্যাচারের শিকার হয়েছিলেন তাঁরা।
তবে ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে যদি এমন জামাই আদর মেলে, কেঁদে ফেলবেন না তো অঙ্কুশ?
আরও পড়ুন: শাশুড়ি হাতে খাইয়ে দিলেন গৌরবকে, পাতে রইল মৌরলা থেকে পমফ্রেট, দেখুন গৌরব-দেবলীনার জামাই ষষ্ঠী