ছবিতে অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে। তাঁর বিপরীতে থাকছেন ঐন্দ্রিলা সেন। তিনি মুশকানের চরিত্রে ধরা দেবেন। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল। ছবির প্রথম লুকেই বাজিমাত করেছিলেন অঙ্কুশ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম রোমান্টিক গান “ঘালিব”। গানের দৃশ্যেতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। গানটির সুর করেছেন ও কন্ঠ দিয়েছেন ঈশান মিত্র।
advertisement
আরও পড়ুন: ‘ওষুধের খরচ কে দেবে?’ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায়, যা বললেন ভাস্বর
ছবিতে অঙ্কুশ -ঐন্দ্রিলা ছাড়াও পুরোপুরি ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক ও শোয়েব কবীরকে। বলাই বাহুল্য বহুদিন পর এমন অ্যাকশনধর্মী ছবিতে ফিরছেন অভিনেতা অঙ্কুশ৷ ছবির প্রযোজকও স্বয়ং তিনি। প্রযোজক হিসেবে এটাই তাঁর প্রযোজিত প্রথম ছবি। এবার অভিনেতা অঙ্কুশ প্রযোজক হিসেবে কতটা সফল হন সেটাই দেখার। আগামী ৯ এপ্রিল ইদে বড়পর্দায় মুক্তি পাবে ‘মির্জা’।