TRENDING:

Mirza: প্রেমে মাখামাখি অঙ্কুশ-ঐন্দ্রিলা, ইদে আসছে 'মির্জা'! মুক্তি পেল ছবির প্রথম গান

Last Updated:

Mirza: অঙ্কুশের নতুন চমক, এবার ইদে আসছে 'মির্জা'। ইতিমধ্যে মুক্তি পেয়েছিল ছবির অফিসিয়াল টিজার৷ সকলের মন ছুঁয়ে গিয়েছে এই টিজার৷ "অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স" এর ব্যানারে এই ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর এবার মুক্তি পেল ছবির প্রথম গান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অঙ্কুশের নতুন চমক, এবার ইদে আসছে ‘মির্জা’। ইতিমধ্যে মুক্তি পেয়েছিল ছবির অফিসিয়াল টিজার৷ সকলের মন ছুঁয়ে গিয়েছে এই টিজার৷ “অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স” এর ব্যানারে এই ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর এবার মুক্তি পেল ছবির প্রথম গান।
advertisement

ছবিতে অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে। তাঁর বিপরীতে থাকছেন ঐন্দ্রিলা সেন। তিনি মুশকানের চরিত্রে ধরা দেবেন। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল। ছবির প্রথম লুকেই বাজিমাত করেছিলেন অঙ্কুশ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম রোমান্টিক গান “ঘালিব”। গানের দৃশ্যেতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। গানটির সুর করেছেন ও কন্ঠ দিয়েছেন ঈশান মিত্র।

advertisement

আরও পড়ুন: ‘যোদ্ধা’-র প্রিমিয়ারে একসঙ্গে নজর কাড়লেন দিশা-কিয়ারা! যেন ‘এমএস ধোনি’র রিইউনিয়ন, নেই কেবল সুশান্ত, নেই কেবল সুশান্ত

আরও পড়ুন: ‘ওষুধের খরচ কে দেবে?’ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায়, যা বললেন ভাস্বর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছবিতে অঙ্কুশ -ঐন্দ্রিলা ছাড়াও পুরোপুরি ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক ও শোয়েব কবীরকে। বলাই বাহুল্য বহুদিন পর এমন অ্যাকশনধর্মী ছবিতে ফিরছেন অভিনেতা অঙ্কুশ৷ ছবির প্রযোজকও স্বয়ং তিনি। প্রযোজক হিসেবে এটাই তাঁর প্রযোজিত প্রথম ছবি। এবার অভিনেতা অঙ্কুশ প্রযোজক হিসেবে কতটা সফল হন সেটাই দেখার। আগামী ৯ এপ্রিল ইদে বড়পর্দায় মুক্তি পাবে ‘মির্জা’।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mirza: প্রেমে মাখামাখি অঙ্কুশ-ঐন্দ্রিলা, ইদে আসছে 'মির্জা'! মুক্তি পেল ছবির প্রথম গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল