TRENDING:

Ankita Lokhande Kicks Vicky Jain: সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি অঙ্কিতার! তারকা দম্পতির কুৎসিত বিবাদ দেখল দেশ

Last Updated:

Ankita Lokhande Kicks Vicky Jain: নায়িকা সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি মারলেন। এই দৃশ্য জাতীয় টেলিভিশনে টেলিকাস্ট হতেই হইচই পড়ে গিয়েছে চারদিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ফের কুৎসিত বিবাদে জড়ালেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। তারকা দম্পতির ঝগড়া এখন দেশের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এবার সেই নায়িকা সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি মারলেন। এই দৃশ্য জাতীয় টেলিভিশনে টেলিকাস্ট হতেই হইচই পড়ে গিয়েছে চারদিকে।
অঙ্কিতা-ভিকির ঝগড়া বিগ বসে
অঙ্কিতা-ভিকির ঝগড়া বিগ বসে
advertisement

অঙ্কিতা ‘দিল’ রুমে ছিলেন। অন্যদিকে ভিকি ছিলেন ‘দিমাগ’ রুমে। বিগ বসের এই সিদ্ধান্তে ভিকি খুবই আনন্দিত। আর সেটা প্রকাশ করেছেন নেচে নেচে। সে কথা অঙ্কিতাকে জানিয়েছেন বিগ বসই। আর তাতেই কষ্ট পেয়ে অঙ্কিতা বলেন, ‘ভুল বিয়ে করে ফেলেছি।’

স্ত্রীর রাগ ভাঙাতে চেষ্টা করতেই বিপদ ঘনিয়ে আসে। চিৎকার করে অঙ্কিতা বলতে থাকেন, ‘‘যা আমার ঘর থেকে। লাথি মেরে দেব কিন্তু। কথা বলিস না আমার সঙ্গে।’’ বলতে বলতে লাথি মেরে দেন ভিকিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘বিগ বস ১৭’-তে একাধিক বার স্বামী-স্ত্রীর বিবাদ বেঁধেছে। কখনও অন্য এক প্রতিযোগী (ইশা মালব্য)-কে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন অঙ্কিতা। কখনও অভিনেত্রী আবার অভিযোগ তোলেন, স্বামীর কাছ থেকে তিনি যথেষ্ট পাত্তা পাচ্ছেন না। কখনও আবার স্বামীর উপস্থিতিতেই প্রাক্তন প্রেমিক, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য কান্নাকাটিও করেন অঙ্কিতা। অনেকেই আশঙ্কা করছেন, যদি সত্যিই এত ঝামেলা হতে থাকে, তবে কি এই শো-এর পর দু’জনের বিচ্ছেদ হয়ে যাবে? সময়ই দেবে এই উত্তর।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita Lokhande Kicks Vicky Jain: সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি অঙ্কিতার! তারকা দম্পতির কুৎসিত বিবাদ দেখল দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল