TRENDING:

Anjali Arora Dance Video: ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? থাইল্যান্ডের ক্লাবে তাঁর ‘আইটেম ডান্স’ ভাইরাল ! এখন কি এই কাজই করছেন তিনি?

Last Updated:

Kacha Badam fame Anjali Arora’s Thailand Pattaya dance: অঞ্জলি আরোরার এই নাচের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জলি ক্লাবের ডান্স ফ্লোরে পারফর্ম করছেন ৷ ভিডিওতে তাকে 'ও সাকি সাকি' গানে নাচতে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কক: কাঁচা বাদাম গার্লকে মনে আছে নিশ্চয়ই। ভুবন বাদ্যকারের সেই গান যেমন সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছিল, তেমনি সেই গানে নাচের ভিডিওতে সবার নজরে আসেন অঞ্জলি আরোরাও ৷ শুধু কাঁচা বাদামই নয়, ‘সাইঁয়া দিল মে আনা রে’, ‘লক আপ’-এর মতো রিমিক্স গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন এই তরুণী ৷ এরপর আবার বিতর্কিত এমএমএস কাণ্ডেও নাম জড়ায় তাঁর ৷ অঞ্জলির ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন নেটিজেনরা ৷ সেই অঞ্জলি এখন কোথায় ? বেশ কয়েক মাস ধরেই তাঁর কোনও পাত্তা নেই ৷ কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে থাইল্যান্ডের পাট্টায়াতে একটি ডান্স ক্লাবে আইটেম গানে নাচছেন অঞ্জলি আরোরা ৷ সোশ্যাল মিডিয়া মাধ্যমেই খবর, যে তিনি নাকি বিশাল অঙ্কের অর্থ উপার্জনও করছেন সেখানে !
‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? (Photo: Instagram)
‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? (Photo: Instagram)
advertisement

আরও পড়ুন– নাচ-গানে ‘হরিয়ানভি দেশি ক্যুইন’ সপনা চৌধুরীকেও দিচ্ছে জোর টক্কর ! ১০০ কোটিরও বেশি ভিউ এল এই হিট জুটির গানের ভিডিও-য়

তবে অঞ্জলির এই নাচের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জলি ক্লাবের ডান্স ফ্লোরে পারফর্ম করছেন ৷ ভিডিওতে তাকে ‘ও সাকি সাকি’ গানে নাচতে দেখা যায়। ভিডিওতে আরও কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সারকেও দেখা গিয়েছে।

advertisement

এখন প্রশ্ন হল, তবে কি কেরিয়ার পরিবর্তন করলেন অঞ্জলি ? যদিও তা নিয়ে কোনও মন্তব্যই করেননি তিনি।

advertisement

আরও পড়ুন– নীরবেই দেহে থাবা বসায় কোলেস্টেরল ! তাই কিছু উল্লেখযোগ্য উপসর্গ এবং দ্রুত প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে জেনে রাখা আবশ্যক, পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের

সমাজমাধ্যমের বাড়বাড়ন্তের যুগে রিল বানিয়ে ভাইরাল হওয়া প্রায় জলভাত। তবে সেই জনপ্রিয়তার সৌজন্যে খ্যাতি তো বটেই, তার পাশাপাশি সমালোচনা ও বিড়ম্বনারও কমতি নেই। ‘কাঁচা বাদাম’ রিলে নাচ করে এক সময় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা। এ বার সোশ্যাল মিডিয়ায় সেই অঞ্জলিকে নিয়ে অনেকে নিন্দা করতেও ছাড়েননি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anjali Arora Dance Video: ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? থাইল্যান্ডের ক্লাবে তাঁর ‘আইটেম ডান্স’ ভাইরাল ! এখন কি এই কাজই করছেন তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল