TRENDING:

ভ্যালেন্টাইন ডে-তে আসছে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম-tame' ! দেখুন ট্রেলার

Last Updated:

মিষ্টি প্রেমের গল্প নিয়ে আরও একবার আসছেন অনিন্দ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এই বছরটা মহামারীর কারণে সবার জন্যই ছিল ভয়াবহ। ফিল্ম ইন্ডাস্ট্রিরও তথৈবচ অবস্থা। প্রচুর ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে। যেগুলো রিলিজ করার কথা ভাবতেই পারছেন না প্রযোজক। কারণ দর্শক নেই। কিন্তু এর মধ্যেই কিছু সাহসী প্রযোজক আছেন যারা মনে করেন দ্যা শো মাস্ট গো অন এবং ঠিক সেই কারণেই খুব বড় বাজেটের ছবি না হলেও ছোট বাজাটের ছবি, যে গুলো তৈরি হয়ে গিয়েছে, সেগুলো রিলিজ করছেন তাঁরা।
advertisement

যেমন ধরা যাক শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস এর কথা। বড় দিনে 'চিনি'র মতন মিষ্টি ছবি মুক্তির পরে তাঁদের পরের প্রোডাকশন 'প্রেম টেম' নিয়ে আসছেন ভ্যালেনটাইন ডে'তে।  ঝকঝকে তিন নতুন মুখের সঙ্গে যেমন পরিচয় হবে এই ছবিতে ঠিক তেমনি কলেজ প্রেমের দারুণ গল্পের সঙ্গেও পরিচয় হবে ।

advertisement

ছবির মুখ্য ভূমিকায় সুস্মিতা, স্বেতা এবং সৌম্য। কলেজের দুই তরুণী এবং এক তরুনের জমাটি ট্রায়াঙ্গল লাভ স্টোরি বলবে এই নতুন ছবি। সামনের বছর ফেব্রুয়ারিতেই আাসবে এই ছবি। ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। 'ওপেন টি বিয়োস্কোপ', 'মনোজদের অদ্ভুত বাড়ি', 'প্রজাপতি বিস্কুট'এর মতন ঝকঝকে বেশ কিছু ছবি উপহার দেওয়ার পরে এবারে সেই তরুণ ব্রিগেডের বিষয় নিয়েই মিষ্টি প্রেমের গল্প নিয়ে আরও একবার আসছেন অনিন্দ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

SREEPARNA DASGUPTA 

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভ্যালেন্টাইন ডে-তে আসছে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম-tame' ! দেখুন ট্রেলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল