TRENDING:

Animal Ranbir Kapoor: ঠোঁট-শরীর স্পর্শ করার আগে তৃপ্তিকে বার বার রণবীর একটাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন...

Last Updated:

Animal Ranbir Kapoor: ছবিতে রণবীর কাপুর ও তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্যও সাড়া ফেলেছে। আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মুক্তির পর থেকেই বিতর্ক তৈরি করেছে সন্দীপ ভাঙ্গা রেড্ডির পরিচালিত ছবি ‘অ্যানিমাল’। ছবিতে রণবীর কাপুর ও তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্যও সাড়া ফেলেছে। আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি।
অ্যানিমাল ছবির দৃশ্যে রণবীর ও তৃপ্তি (ছবি- সোশ্যাল মিডিয়া)
অ্যানিমাল ছবির দৃশ্যে রণবীর ও তৃপ্তি (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement

তবে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে রণবীরের সঙ্গে কেমন ছিল তাঁর বোঝাপড়া? শ্যুটিংয়ের সময় কী হচ্ছিল সেখানে? নগ্ন দৃশ্যে শ্যুটিংয়ের সময় কারা ছিলেন সেই ফ্লোরে? জানা গিয়েছে, শ্যুটিংয়ের ফ্লোরে শুধুই ৫ জনকে ঢুকতে দেওয়া হয়েছিল। একটি সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন, রণবীর তাঁকে এমন একটা দৃশ্য অভিনয় করতে যে সাহায্য করছেন তা অতুলনীয়।

advertisement

আরও পড়ুন: রাতে নগ্ন হয়ে ঘুমনোর দারুণ সব উপকারিতা রয়েছে, জানলে অবাক হবেন!

তৃপ্তির কথায়, ‘ওই দৃশ্য শ্যুট করার সময় ঘরে পরিচালক, আমি, রণবীর ও চিত্রগ্রাহক ছাড়া অন্য কেউ ছিল না। রণবীর বার বার জিজ্ঞেস করছিল, ‘তুমি ঠিক আছ তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি স্বচ্ছন্দ তো?’ তৃপ্তি বলেন, ‘যখন আশপাশের মানুষেরা তোমাকে এতটা সাপোর্ট করে, তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না।’

advertisement

আরও পড়ুন: পিয়া-পরমের বিয়ের পর কেমন আছেন অনুপম? একটি পোস্টেই সব কথা বলে দিলেন গায়ক!

চারিদিকে কথা হচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি। রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে? শুধু স্ক্রিন প্রেজেন্সেই নজর কাড়েননি। রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য়েও বিছানায় জ্বেলেছেন আগুন। উনত্রিশ বছরের উত্তরাখণ্ডের সুন্দরী বেডসিন বিতর্কে মুখও খুলেছেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Animal Ranbir Kapoor: ঠোঁট-শরীর স্পর্শ করার আগে তৃপ্তিকে বার বার রণবীর একটাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল