এই ছবি হিংসাত্মক, পুরুষত্বের উগ্র প্রকাশ। সমালোচকদের একাংশের এমনই মত। অনেকেই ছবিটিকে বন্ধ করে দিতে বলছেন। পরিচালক সন্দীপ রেড্ডির এর আগের ছবি ‘কবীর সিং’ নিয়েও উঠেছিল একইরকম নিন্দার ঝড়।
সম্পর্কের ‘হিংস্রতা’ দেখানো নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই। ‘অ্যানিম্যাল’ বয়কট করার ডাকও দিয়েছেন নিন্দকরা। কিন্তু কবীর সিংয়ের মতো ছবি নিয়ে কী মত অভিনেতা মনোজ বাজপেয়ী?
advertisement
আরও পড়ুন: ৬ বছরের বিবাদ কি সত্যিই মিটল! কপিলের শোতে ফিরছেন সুনীল? বিরাট চমক নতুন ভিডিওতে
এক সাক্ষাত্কারে ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা বলেন,‘‘আমার মতে কবির সিং এই সমাজেরই অংশ। আপনার যদি এই ছবি ভাল লাগে, তাহলে ঠিক আছে। আবার যদি না ভাল লাগে তাহলে দেখবেন না।
যে মুহূর্তে আপনি এটিকে আপনার নিজের নৈতিকতার সঙ্গে মেলাতে চাইবেন, তাহলে তৈরি থাকুন সমাজের অন্য দৃষ্টিভঙ্গির ব্যক্তিরাও অন্য ছবির প্রতি আঙুল তুলবে। কারণ অন্য কোনও ছবি কোনও ব্যক্তির মোরালিটির সঙ্গে নাই মিলতে পারেন। যারা ছবিটি বন্ধ করার কথা বলছেন তাঁরা এই বিষয়টাও ভেবেই বলছেন তো?’’
‘কবীর সিং’ মুক্তি পাওয়ার পর অভিনেতা এক সাক্ষাত্কারে এই কথাই বলেছিলেন মনোজ। ‘অ্যানিম্যাল’ মুক্তির পরেও প্রাসঙ্গিক তাঁর এই কথা। তাই ‘অ্যানিম্যাল’ নিয়ে নিন্দার ঝড় উঠতেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মনোজের পুরনো ভিডিও।