ভালবাসার প্রকাশ পায়ে জিভ দিয়ে? সম্পর্কের এ কেমন উদযাপন? ‘অ্যানিম্যাল’ দেখতে এই প্রশ্ন তুলেছেন একাধিক সমালোচক? রণবীর কাপুরের চরিত্র বিজয় সিং এবং তৃপ্তির চরিত্র জোয়া রিয়াজের পর্দর ঘনিষ্টতা তুলে ধরছে এমন অসংখ্য জিজ্ঞাসা।
আরও পড়ুন: ভিকিকে এই নামে ডাকেন ক্যাট! চমকে যাবেন শুনে, সিদ্ধার্থ-কিয়ারার অন্দরমহলের কথাও ফাঁস
advertisement
এই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। তৃপ্তিকে পর্দায় দেখা গিয়েছে সাকুল্যে মিনিট দশেক। এত ছোট দৈর্ঘ্যের অভিনয়ে এমন একটি চরিত্র করতে কেন রাজি হলেন ‘বুলবুল’ অভিনেত্রী? প্রশ্ন তুলেছে তৃপ্তির অনুরাগীমহলও।
সম্প্রতি সর্বভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে তৃপ্তি নিজেই মুখ খুললেন তাঁর ‘অ্যানিম্যালের’ চরিত্রটি নিয়ে। তাঁর কথায়,‘‘অভিনয় শিক্ষার সময় একটা ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ম জেনেছিলাম। তোমার চরিত্রকে কখনও বিচার কোরো না। ’’
চরিত্রের ভাল মন্দ দিক বিষদে ব্যাখ্যা করে তৃপ্তি বলেন, ‘‘তোমার চরিত্র কিংবা তোমার সহ-অভিনেতার চরিত্র সকলেই মানুষের বিভিন্ন দিক। যে কোনও মানুষের মধ্যেই ভাল এবং মন্দ দুই দিক থাকে। অভিনেতার সব সময় উচিত ভাল খারাপ সব ধরনের চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত রাখা।’’
অ্যানিম্যালের চরিত্রের হিংস্রদিকগুলিতে ব্যক্তিগত পরিসরে কখনওই সমর্থন করেন না তৃপ্তি। তিনি বলেন,‘‘এমন একজন মানুষ যে নিজের স্ত্রী, বাবা, সন্তানকে খুন করতে চায়, আমাকে যদি কেউ এমন মানুষের কথা বলে, আমি হয়তো তাকে মেরেই ফেলব। কিন্তু এই চরিত্রটিও বিভিন্ন পরতের মধ্য দিয়ে গিয়েছে। যখন ওর বোন(পর্দায়) জিজ্ঞেস করছে আমার সঙ্গে ওদের কী করা উচিত? তখন রণবীরের চরিত্র বলছে, ‘ও যেখানে যেতে চায় যেতে দাও’ ’’।