TRENDING:

Aneek Dhar: জামাইষষ্ঠীর রাজসিক ভোজ এবং তার ক্যাপশন পোস্ট করে ট্রোলড শিল্পী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘ভাবছি...আর কতো খাবো!’ এই ক্যাপশন নিয়েই বিপত্তি৷ সামাজিক মাধ্যমে ট্রোলড হচ্ছেন অনীক ধর ৷ জামাইষষ্ঠী উদযাপনের ছবিতে নেটিজেনদের কাছে সমালোচিত হচ্ছেন গায়ক ৷
advertisement

বুধবার জামাইষষ্ঠীর তিথিতেই ছবি শেয়ার করেছিলেন গায়ক৷ সাদা কারুকাজ করা মেরুন পাঞ্জাবী পরেছিলেন অনীক ৷ তাঁর সামনে কাঁসা পিতলের বাসনে সাজানো ছিল রাজসিক ভোজন ৷ গলদা চিংড়ি, মাংস থেকে মাছের মুড়ো ৷ সাজানো ছিল সাদা ভাত ঘিরে ৷ টেবিল জুড়ে রাজসিক ভোজের সামনে বিস্ফোরিত নয়নে বসে ছিলেন অনীক ৷ তাঁর শরীরী ভাষাতেও বিস্ময় ও মুগ্ধতা স্পষ্ট ৷ এ ছাড়াও অনীক একটি খাবারের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তার ক্যাপশন তিনি দিয়েছিলেন ‘উফ! খেতে খেতে আমি শেষ!’

advertisement

কিন্তু নেটিজেনদের আপত্তি তাঁর মূলত তাঁর ক্যাপশন এবং কিছুটা ছবি নিয়েও ৷ অতিমারি ও ইয়াসবিধ্বস্ত সময়ে অনীকের এই পোস্ট অমানবিক ৷ মত নেটিজেনদের একাংশের ৷

তবে অনেকেই অনীকের পাশেও দাঁড়িয়েছেন ৷ তাঁরা মনে করিয়ে দিয়েছেন শিল্পী নিজেও এই পরিস্থিতিতে যথেষ্ট মানবিক কাজ করেছেন ৷ ফলে নেটিজেনরা কার্যত অনীকের পক্ষে বিপক্ষে চলে গিয়েছেন ৷ অনীক নিজে অবশ্য এই বিতর্কে কোনও উত্তর দেননি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে আজ ট্রোলড হওয়া অনীকই কিছু দিন আগে নেটমাধ্যমে প্রশংসিত হয়েছিলেন ৷ সে বার তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন কোভিড পরিস্থিতিতে নিখরচায় খাবার বিলিবন্টনের ব্যবস্থা করছেন ৷ সেই খাবার তিনি নিজের উদ্যোগে পৌঁছে দিয়েছিলেন কোভিড আক্রান্তদের ঘরে ঘরে ৷ সে দিন তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন নেটিজেনরা ৷ কিন্তু জামাইষষ্ঠীর দিন অনীকই ট্রোলড হলেন খাবারের ছবি ও ক্যাপশন পোস্ট করে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aneek Dhar: জামাইষষ্ঠীর রাজসিক ভোজ এবং তার ক্যাপশন পোস্ট করে ট্রোলড শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল