অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরে যেন তারকাদের মেলা বসেছিল৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বেঁধেছেন৷ দেশ-বিদেশের একাধিক তারকারা একসঙ্গে নাচে-গানে মাতিয়ে রেখেছেন রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷ জমজমাট বিয়ের অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে৷ শুক্রবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তারকার মেলা বসেছিল মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে। ক্রীড়াজগৎ থেকে রুপোলি পর্দা, রাজনীতি থেকে শিল্প, সব ধরনের পেশার তারকারা উপস্থিত ছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে।
advertisement
আম্বানি বাড়ির এই বিয়ের অনুষ্ঠান যেন ছিল মিলন উৎসব৷ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে সকলের দেখা হয়ে গিয়েছে৷ সেখানেই শাহরুখ দীপিকার সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়েছে৷ বলিউডে অমিতাভের পরই ফাদার ফিগার হিসেবে শাহরুখের নাম উঠে আসে৷ পরিবার এবং সন্তানদের নিয়ে চলেন শাহরুখ৷ ফলে বলিউড বাদশার একটি ঘরোয়া ইমেজও রয়েছে৷ তিনি যখন দীপিকাকে আলিঙ্গন করলেন, তখন কিং খানের সেই ইমেজটি সামনে এল৷ খুবই আন্তরিক ছিল এই সাক্ষাৎ৷
সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দীপিকাও৷ লাল লেহঙ্গাতে তিনি ছিলেন মোহময়ী৷ পাশে সবসময় ছিলেন তাঁর স্বামী রণবীর৷