করিনা আরও জানান এই উদ্যোগে ডাক্তাররা সম্প্রতি টারজান নামে এক হাতির চোখের ছানি কেটেছেন অস্ত্রোপচার করে। তার চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। অভিনেত্রী লেখেন, ‘এটা টারজান, একটা অল্পবয়সি হাতি সম্প্রতি এক সফল ছানি অস্ত্রোপচারের পর নতুন জীবন পেয়েছে। তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে।’
করিনার আরও সংযোজন, ‘‘বনতারায় হওয়া অনেক অভূতপূর্ব ঘটনার অন্যতম এটা। এই উদ্যোগে রিলায়েন্স ফাউন্ডেশন নিরবচ্ছিন্ন ভাবে আহত, অবহেলিত, বিপজ্জনক গৃহপালিত এবং বন্যপশুদের উদ্ধার এবং রক্ষা করে চলেছে।’’
advertisement
সিএনএন নিউজ18-কে দেওয়া একান্ত আলাপচারিতায় মুকেশপুত্র অনন্ত অম্বানি বলেছেন, ‘‘আমার লক্ষ্য জামনগরে Vantara-কে বিশ্বের আধুনিকতম বন্যপ্রাণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং আমরা চাই বিলুপ্তপ্রায় প্রজাতিদের সংরক্ষণ ও লালনপালন করা। যাতে এর পর তাদের প্রকৃতির মধ্যে তাদের স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া যায়। কারণ আজও বহু প্রজাতি বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে।’’
আরও পড়ুন : ভারতে এই প্রথম বার; দেশ-বিদেশের পশুদের জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের এক দুর্দান্ত উদ্যোগ ‘Vantara’
তিনি আরও বলেন, ‘‘হিন্দিতে আমরা বলি চিড়িয়াঘর। কিন্তু সেটা চিড়িয়া সেবালয় নয়। তাই আমরা এটা সেবালয় হিসেবে তৈরি করেছি। এটা এমন এক ক্ষেত্র যেখানে বিলুপ্তপ্রায় প্রাণীদের পুনর্বাসন, উদ্ধার, সংরক্ষণ এবং বিস্তারে সাহায্য করি। এটা চিড়িয়াখানা নয়। এর উদ্দেশ্য কোনও বিনোদন নয়।’’