‘রাজযোটক’ দিয়ে শুরু। তারপর অসংখ্য সিরিয়াল সিরিজও বেশ কিছু সিনেমায় দেখা গিয়েছে অনামিকাকে। তারপর ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটির জন্য বেশ জনপ্রিয়তা পায়। অন্যদিকে, ২০১৫ সালে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়’-সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকের দেখা গিয়েছে তাঁকে। পর্দায় ‘রাতুল’ হিসাবে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্যারি মিনাটি, তুলে দিলেন ১৩ লাখ টাকা
আর এবার নতুন জীবনে পা রাখতে চলেছেন তাঁরা। ইনস্টাগ্রামে আইবুড়োভাতের ছবি শেয়ার করে নিয়েছেন। অনামিকার পরনে চুড়িদার ও উদয়ের পরনে শার্ট ও কালো ডেনিম। তাঁদের সামনে থালায় সাজানো খাবার। নানা রকমের ভাজা, ডাল, থেকে মাছ, মাংস, মিষ্টি, ফল, কী নেই সেখানে।
আরও পড়ুন: ‘আমি চর্চাতেই থাকতে চাই’ দেবের সঙ্গে কাজ নিয়ে বিরূপ মন্তব্যে যা বললেন সৌমিতৃষা
বিয়ে নিয়ে কেমন প্রস্তুতি চলছে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ” আত্মীয়স্বজন ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে প্রাইভেট ভাবে হবে অনুষ্ঠান। আলাদা করে কোনও প্রস্তুতি নেবার কিছু নেই।” তাছাড়া অভিনেত্রী শারীরিক ভাবে একটু অসুস্থ। রাখঢাক রেখেই তিনি পুরো বিষয়টি জানান। বিয়ের তারিখ নিয়ে তিনি এই মুহূর্তে মুখ খুলতে রাজি নন। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে সম্ভবত রেজিস্ট্রি ম্যারেজ সারবেন তাঁরা।