TRENDING:

আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য

Last Updated:

সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে সিজানের পরিবার তুনিশার মায়ের অভিযোগের পাল্টা জবাব দেয়। যেখানে সিজানের বোনের দাবি, তুনিশার মা চাইতেন না, সিজানের সঙ্গে তাঁর বিয়ে হোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রতি দিন নতুন নতুন তথ্য চমকে দিচ্ছে দেশবাসীকে। মুম্বই টেলিপাড়ার নায়িকা তুনিশা শর্মার মৃত্যুর পর থেকেই তাঁর প্রাক্তন প্রেমিক সিজান খান এবং পরিবার সম্পর্কে খুঁটিনাটি সমস্ত কিছু প্রকাশ্যে আসছে। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে সিজানকে গ্রেফতার করেছে ওয়ালিভ পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজান।
advertisement

এরই মাঝে অভিযোগ, সিজানের মায়ের ফোনের একটি রেকর্ডিং ফাঁস হয়ে যায়। সেখানে একটি মেয়ের গলা পাওয়া যায়। কাঁদতে কাঁদতে কথা বলছেন তিনি। সেটি কার গলা, তা নিয়ে তদন্ত চলছে। অনেকেরই ধারণা, সেই গলা তুনিশারই। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেই রেকর্ডিং।

কী শুনতে পাওয়া যায় সেখানে?

এক মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, ''আম্মা, আপনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ। খুবই বেশি। আপনি নিজেও জানেন না। তাই আপনাকে মনের কথা বলতে ইচ্ছে করে। তাই আমার মনে যা আসবে, তা আমি আপনাকে বলব। কিন্তু আমি জানি না, আমার কী হচ্ছে।'' (নিউজ18 বাংলা এই কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি।)

advertisement

আরও পড়ুন: তুনিশা আত্মঘাতী হয়েছে, আপনি চান আমার ছেলেও আত্মহত্যা করুক? বিস্ফোরক সিজানের মা

সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে সিজানের পরিবার তুনিশার মায়ের অভিযোগের পাল্টা জবাব দেয়। যেখানে সিজানের বোনের দাবি, তুনিশার মা চাইতেন না, সিজানের সঙ্গে তাঁর বিয়ে হোক। আর তাই জন্যেই নাকি প্রয়াত নায়িকার মন খারাপ ছিল। সিজানের বোন ফালাক নাজের দাবি, সিজান-তুনিশার সম্পর্ক খুবই ভাল ছিল। তাঁদের মধ্যে বোঝাপড়া ছিল। অভিনেত্রীর তির উল্টে তুনিশার মায়ের দিকে। তিনি জানান, তুনিশার মা নাকি সিজানের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক মেনে নেননি।

advertisement

সিজানের মা শাফাক নাজ বলেন, ''তুনিশার মা দাবি করেছেন, আমার ছেলে তুনিশাকে থাপ্পড় মেরেছে। যদি আপনার সন্তানকে এভাবে মারধর করা হয়, তাও আপনি চুপ করে বসে থাকবেন নাকি! এরকম কিছু হলে উনি আমাকে ফোনে বলতে পারতেন না? কথা তো হত আমাদের। আমাদের বাড়ি এসে সিজানকে থাপ্পড় মারতে পারতেন না? কিসের অপেক্ষা করছিলেন? তুনিশার এই পদক্ষেপের? এসব অভিযোগ না তুলে ওনার উচিত, কেন এই পদক্ষেপ করল, সেটা খুঁজে দেখা। সত্যিটা সামনে আসা দরকার। একজন মা এটা কী করে করতে পারেন? আমিও বিচার চাই কারণ সে আমারও মেয়ের মতোই ছিল। তুনিশা আমার ছোট মেয়ের মতো। সে তো চলে গেল। অন্য দিকে আমার ছেলে। যে কিনা নির্দোষ, তাও সে জেলে। বনিতা (তুনিশার মা) ওর পিছনে পড়েছে।''

advertisement

আরও পড়ুন: তুনিশার মন খারাপ ছিল এই কারণে...প্রয়াত নায়িকার মায়ের দিকে আঙুল সিজানের পরিবারের!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এর পরই বনিতাকে উদ্দেশ্য করে শাফাক প্রশ্ন করেন, ''আপনি কী চান বনিতাজি? আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আপনি কি চান আমার ছেলেও করুক? আপনি ওকে মানসিক ভাবে হেনস্থা করছেন!''

বাংলা খবর/ খবর/বিনোদন/
আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল