একঝাঁক তারকার সমাহারে পুজোয় মুক্তি পেতে চলেছে ‘দশম অবতার’। সৃজিত মুখোপাধ্যায়ের এই নতুন ছবি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে। প্রসেনজিতের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য্য, জয়া আহসানের মতো তারকাদের। ছবির ট্রেলার ইতিমধ্যেই বহুল প্রশংসিত।
আরও পড়ুন: বোনের বিয়েতে কেন এলেন না দিদি প্রিয়াঙ্কা? মেয়ের অনুপস্থিতির আসল কারণ জানালেন মা মধু চোপড়া
advertisement
তবে এবার প্রশংসা করলেন স্বয়ং বিগ বি। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দশম অবতারের ট্রেলার শেয়ার করে নিলেন অমিতাভ। X(পূর্বনাম ট্যুইটার)-এর পাতায় তিনি লেখেন, ‘‘বুম্বা প্রতি বারের মতোই তোমার জন্য শুভকামনা।’’
বিগ-বি তাঁর প্রশংসা করায় উচ্ছ্বসিত প্রসেনজিৎ৷ বিগ বিকে ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ৷ অমিতাভের শুভেচ্ছা তাঁর কাছে বড় প্রাপ্তি, জানালেন অভিনেতা৷
অমিতাভের সঙ্গে প্রসেনজিতের সুসম্পর্কের কথা সকলের জানা। কলকাতায় অমিতাভ এলেই তাঁর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন প্রসেনজিৎ৷ এবার সেই সম্পর্কের আঁচ আবারও টের পাওয়া গেল বিগ বি-র শুভেচ্ছাবার্তায়৷