দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে অমিতাভ (Amitabh Bachchan) জানিয়েছেন, জলসায় প্রতি বছর যে দিওয়ালি পার্টি (Diwali at Jalsa) হত, সেটা তিনি এ বার মিস করছেন৷ ‘‘অতীতের আনন্দ, মজা, হৈচৈ...উৎসবমুখ দিনের উদযাপন...বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জলসায় ভিড় এবং আলো ও উজ্জ্বলতামুখর রাত...আশা ও সমৃদ্ধির আলোয়...’’ দীপাবলি উদযাপনের পুরনো স্মৃতি ফিরে এসেছে অমিতাভের মনে ৷ এ বছর দীপাবলির আনন্দ অনেকটাই জৌলুসহীন৷
advertisement
আরও পড়ুন : পঞ্চপ্রদীপে নিষ্ঠাপূর্ণ আরতির পাশাপাশি ফুলডোরে বাঁধা ঝুলনায় দীপাবলি নিক-প্রিয়াঙ্কার
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘‘এ বছর দীপাবলির রাত বধিরতার মতো নীরব...শব্দবাজির কোনও আওয়াজই নেই...চারদিকে গা ছমছমে নৈঃশব্দ্য...ঘরভর্তি পরিবারের সদস্যরা এবং প্রত্যেকে ডুবে আছেন তাঁর মোবাইল ফোনে...’’৷ এই পরিবর্তনের জন্য অমিতাভ আঙুল তুলেছেন আধুনিক যোগাযোগ ব্যবস্থার দিকেই৷ তাঁর কথায় এই পরিস্থিতিতে আমরা আমাদের স্মৃতি হারিয়ে ফেলেছি৷
আরও পড়ুন : ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়
জলসার ড্রয়িংরুম থেকে পারিবারিক মিলনোৎসবের ছবি শেয়ার করলেও বচ্চন পরিবার গিয়েছিলেন তাঁদের পুরনো বাংলো ‘প্রতীক্ষা’-তেও৷ সেখানেই দীপাবলি উপলক্ষে পুজো অনুষ্ঠিত হয়েছে৷
কোভিড ১৯-এ পরিবর্তিত পরিস্থিতি নিয়েও বলেছেন অমিতাভ৷ তাঁর কথায়, গত দু’ বছরে অনেক কিছু পরিবর্তিত হয়ে গিয়েছে৷ একদিকে যেমন ধ্বংসলীলা চলেছে, অন্যদিকে ছিল সৃষ্টির উল্লাসও৷
আরও পড়ুন : রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যে আলিয়ার হলিউড যাত্রা? প্রথম ছবির ঘোষণা কবে
দিন দুয়েক আগে ট্যুইটারে একটি পুরনো ছবি পোস্ট করেছেন অমিতাভ৷ সেখানে তিনি সপরিবারে বসে আছেন দীপাবলির পুজোর সামনে৷ বিগ্রহের একদিকে বসেছেন অমিতাভ ও জয়া৷ অন্যদিকে আসীন অভিষেক এবং ঐশ্বর্য৷ আরাধ্যা বসে ছিল তার মায়ের কোলে৷
এই ছবি পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘‘এই পবিত্র দিনে যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধা...প্রত্যেককে আলাদা করে জানানো অসম্ভব, তাই অনুগ্রহ করে আমার এই কৃতজ্ঞ উত্তর শুভেচ্ছা গ্রহণ করুন৷’’