আরও পড়ুন: মানহানির মামলায় জিতলেন জনি, তাও সাড়ে ১৫ কোটি টাকা পাচ্ছেন কেন অ্যাম্বর?
সম্প্রতি সাক্ষাৎকারে অ্যাম্বার বলেন, "ওই লেখাটি জনির সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে ছিল না।" তাঁকে প্রশ্ন করা হয়, "কিন্তু এটা তো সে দিকেই তাকে ইঙ্গিত করেছে। তা হলে?" অ্যাম্বার বলেন, ''যৌন সহিংসতা এবং গার্হস্থ্য নির্যাতন সম্পর্কে ছিল সেই লেখাটি। সেই সময়ে একটি বড় সাংস্কৃতিক কথোপকথনে এই বিষয়ে আমার প্রতিবাদ করাটা দরকার ছিল।"
advertisement
আরও পড়ুন: মদের বোতল দিয়ে যৌন হেনস্থা! হলিউড অভিনেত্রী বললেন ভয়ানক এক রাতের কথা
বেশ কয়েক বছর প্রেম করার পর, জনি এবং অ্যাম্বর ২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসে তাঁদের বাড়িতে খুব ব্যক্তিগত অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন। কিন্তু ২০১৬ সালের ২৩ মে, অ্যাম্বর বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন এবং অস্কার-মনোনীত অভিনেতার বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। অ্যাম্বর অভিযোগ করেন, জনি তাঁদের সম্পর্কের সময় মাদক বা মদ্যপান করে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছেন। ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টের লেখাটি ছাপার পর জনি মানহানির মামলা দায়ের করার পর অ্যাম্বর জনির বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছিলেন। যেখানে তিনি দাবি করেছিলেন, তাঁদের ১৫ মাসের দাম্পত্যে গার্হ্স্থ্য হিংসার শিকার হয়েছেন।