TRENDING:

Ambarish Bhattacharya: মাধবীকে পাশে বসিয় অম্বরীশ গাইলেন, ‘কে প্রথম কাছে এসেছি’, গাইলেন ‘শঙ্খবেলা’-র নায়িকাও

Last Updated:

Ambarish Bhattacharya: ১৯৬৬ সালে মুক্তি পায় উত্তমকুমার, মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘শঙ্খবেলা’৷ ছবিতে সঙ্গীত রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৫০ পেরিয়ে ৬০-এর পথে ইতিহাস৷ তবু অমলিন সেই দিনগুলি৷ সেই কথাই যেন মনে পড়ে গেল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য্যের পোস্ট করা একটি রিল দেখে৷ সেখানে অম্বরীশ গান গাইছেন পাশে মাধবী মুখোপাধ্যায়কে বসিয়ে, বাংলা ছবির স্বর্ণযুগের এই মহানায়িকাও সুরে গলা মেলাচ্ছেন অম্বরীশের সঙ্গে৷ দু’জনের গলায় উঠে আসছে কালজয়ী গান, ‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালবেসেছি৷’
ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত, বাঁদিকে শঙ্খবেলা ছবিতে মাধবী, ডানদিকে অম্বরীশের সঙ্গে
ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত, বাঁদিকে শঙ্খবেলা ছবিতে মাধবী, ডানদিকে অম্বরীশের সঙ্গে
advertisement

১৯৬৬ সালে মুক্তি পায় উত্তমকুমার, মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘শঙ্খবেলা’৷ ছবিতে সঙ্গীত রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত৷ কালজয়ী এই গানটি গেয়েছিলেন শিল্পী মান্না দে ও লতা মঙ্গেশকর৷

আরও পড়ুন: মাটির তলা দিয়েই কাজ হাসিল, মিটারেও বাড়ছে না মাশুল! অভিযানে গিয়ে অবাক কর্তারা

আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা

advertisement

নদীর উপরে পাল তোলা নৌকায় উত্তম কুমারের সঙ্গে এই গানের দৃশ্যে দেখা গিয়েছিল মাধবী মুখোপাধ্যায়কেও৷ সেই দৃশ্য বাংলা সিনেমার ইতিহাসে এক কালজয়ী অধ্যায় হয়ে আছে৷ পাশাপাশি, প্রেমের গান বললে আজও মানুষের মনে এই গান তরঙ্গ তৈরি করে৷

সেই গানই ফিরে এল এই ২০২৩-এর কোনও এক দুপুরে৷ অভিনেতা অম্বরীশ যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে তাঁকে দেখা যাচ্ছে এই গান গাইতে৷ সঙ্গে পাশেই বসে আছেন মাধবী মুখোপাধ্যায়৷ তিনিও গানের মাঝে মাঝে গাইছেন দু’একটি লাইন বা কথা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তার পাশেই বসে আছেন আরও এক কালজয়ী, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়৷ ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে টলিউডের একাধিক অভিনেতাদের৷ রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুও৷ সবাই মিলে গলা মিলিয়ে গান গাইছেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ambarish Bhattacharya: মাধবীকে পাশে বসিয় অম্বরীশ গাইলেন, ‘কে প্রথম কাছে এসেছি’, গাইলেন ‘শঙ্খবেলা’-র নায়িকাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল