TRENDING:

Allu Arjun: শাহরুখের সঙ্গে পর্দা ভাগে ঘোর আপত্তি? 'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন 'পুষ্পা' অর্জুন

Last Updated:

Allu Arjun: শোনা যাচ্ছে, 'জওয়ান' ছবিতে অল্লুকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন পরিচালক আটলী। শাহরুখের তুলনায় ছোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একই ছবিতে দেখা যেতে পারত অল্লু অর্জুন এবং শাহরুখ খানকে। কিন্তু তেমনটা হতে গিয়েও হল না। 'পাঠান'-এর সঙ্গে পর্দা ভাগে আপত্তি 'পুষ্পা'র। ইন্ডাস্ট্রিতে ভেসে বেড়াচ্ছে তেমনই গুঞ্জন।
'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন অল্লু অর্জুন?
'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন অল্লু অর্জুন?
advertisement

শোনা যাচ্ছে, 'জওয়ান' ছবিতে অল্লুকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন পরিচালক আটলী। শাহরুখের তুলনায় ছোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টারকে। কিন্তু 'বাদশা'র সঙ্গে কাজের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অল্লু অর্জুন। জল্পনা, 'পুষ্পা ২' নিয়ে ব্যস্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত অভিনেতার।

সূত্রের খবর, নির্মাতাদের থেকে অল্লু অর্জুন ছবির গল্প শুনেছেন। কিন্তু তাঁর হাতে সময় না থাকায় নাকি 'জওয়ান'-কে ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। আপাতত ফের 'পুষ্পা' হয়ে ওঠার জন্য নতুন করে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

advertisement

আরও পড়ুন: কলকাতা থেকেই শুরু! তুমুল জনপ্রিয়তা পেয়েও উধাও, হারিয়ে গেলেন ইন্ডিয়ান আইডলের অমিত

আরও পড়ুন: অমিতাভ, ধর্মেন্দ্রর বাড়ির কাছে হঠাৎ হাজির বম্ব স্কোয়াড. আতঙ্ক তীব্র, কী হল!

শাহরুখের সঙ্গে কাজের সুযোগ। 'জওয়ান' নিয়ে তাই বেশ কিছুটা ভাবনাচিন্তা করেছিলেন অর্জুন। ছবিটিতে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল বটে। কিন্তু শেষমেশ 'পুষ্পা'কেই এগিয়ে রেখেছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

গত বছরের শেষ দিকে শুরু হয়েছে 'জওয়ান'-এর শ্যুট। ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। হায়দ্রাবাদ, মুম্বই, পুনে, চেন্নাইয়ের মতো শহরে ঘুরে ঘুরে হয়েছে ছবির শ্যুট। চলতি বছরের ২ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun: শাহরুখের সঙ্গে পর্দা ভাগে ঘোর আপত্তি? 'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন 'পুষ্পা' অর্জুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল