TRENDING:

Allu Arjun Fan Death: 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে গিয়েই শেষ হয়ে গেল জীবনটা, অল্লু অর্জুনকে একঝলক দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, তারপর...

Last Updated:

Allu Arjun Fan Death: চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে এক মহিলার। তাঁর পুত্রের অবস্থাও আশঙ্কাজনক। এর পরেই অব্যবস্থার অভিযোগে সন্ধ্যা থিয়েটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই মুহূর্তে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিকে ঘিরে তুমুল উন্মাদনা সারা দেশ জুড়ে। তারই মাঝে হায়দরাবাদে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। একে বহুলচর্চিত ওই ছবির প্রিমিয়ার, অন্যদিকে সামনে থেকে প্রিয় তারকা অল্লু অর্জুনকে সামনে থেকে দেখার সুযোগ – ফলে ভিড়ও জমেছিল ভক্তদের। চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে এক মহিলার। তাঁর পুত্রের অবস্থাও আশঙ্কাজনক। এর পরেই অব্যবস্থার অভিযোগে সন্ধ্যা থিয়েটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অল্লু অর্জুনকে একঝলক দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার
অল্লু অর্জুনকে একঝলক দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার
advertisement

আসলে বুধবার রাতে আরটিসি ক্রসরোডসের সন্ধ্যা থিয়েটারেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার। সেখানেই ভক্তদের জন্য রাখা হয়েছিল এক চমকও। আসলে সশরীরে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিনেতা অল্লু অর্জুন। ফলে ওই প্রেক্ষাগৃহে ভিড়ও হয়েছিল প্রচুর। কিন্তু এই চমকই যেন পরিণত হল দুঃস্বপ্নে! অল্লু অর্জুন সন্ধ্যা থিয়েটারে পা রাখতেই ভক্তদের মধ্যে শুরু হয় ছোটাছুটি। এই বিশৃঙ্খলার মাঝেই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! ডিসেম্বরেই হবে ‘তোলপাড়’, এই ৫ দিন চরম বিপজ্জনক! এই কাজ করলে আর বাঁচতে পারবেন না, সাবধান!

সুপারস্টারকে একঝলক দেখার জন্য তাঁর গাড়ির দিকে ছুটে গিয়েছিলেন ভক্তরা। আর সেই সময়ই দুর্ভাগ্যবশত পদপিষ্ট হয়ে প্রাণ হারান ওই মহিলা। আর এই বিশৃঙ্খলার মাঝে পড়ে যায় তাঁর নাবালক পুত্রসন্তানও। তার অবস্থাও সঙ্কটজনক। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অল্লু অর্জুন। যে পুলিশ অফিসার এই ঘটনার তদন্ত করছেন, তিনি জানান যে, তাঁদের টিম এই পদপিষ্ট হওয়ার ঘটনার জন্য প্রস্তুত ছিল না। কারণ তেলুগু সুপারস্টার যে আসছেন, সেটাও ২ ঘণ্টা আগে পর্যন্তও তাঁদের টিমকে জানানো হয়নি।

advertisement

দ্য হিন্দু-র কাছে ওই পুলিশ অফিসার বলেন যে, “অল্লু অর্জুনের আসার খবর ২ ঘণ্টা আগে পর্যন্ত আমাদের কাছে ছিল না। তাই কোনওরকম বন্দোবস্তও করা হয়নি। এদিকে অভিনেতাকে একঝলক দেখার জন্য প্রচুর সংখ্যক ভক্তদের সমাগম হয়েছিল। যে মুহূর্তে তিনি প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছে।”

‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর পরিচয় জানা গিয়েছে। তিনি দিলসুখনগরের বাসিন্দা ৩৯ বছর বয়সী রেবতী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ভাস্কর এবং দুই সন্তানও। রাত ১০টা ৩০ মিনিট নাগাদ পরিবার নিয়ে প্রেক্ষাগৃহ ছেড়ে বেরোচ্ছিলেন রেবতী এবং তাঁর পরিবার। সেই সময়ই পদপিষ্ট হন রেবতী এবং তাঁর পুত্রসন্তান।

advertisement

আরও পড়ুন-গোপনে ভালই চলছিল, হাতেনাতে ধরা পড়েই সর্বনাশ! প্রেমিক-প্রেমিকা থেকে হয়ে গেলেন…, মুহূর্তে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড!

তাঁদের প্রাণ বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে সিপিআর দেন ঘটনাস্থলে পুলিশ অফিসার এবং প্রত্যক্ষদর্শীরা। এরপরে তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাঁদের সুপার-স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে মৃত্যু হয় রেবতীর। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর দেহ গান্ধি হাসপাতালে পাঠানো হয়েছে।

advertisement

এদিকে ওই প্রেক্ষাগৃহের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে গাড়ির সানরুফ থেকে ভক্তদের অভিবাদন জানাচ্ছেন অল্লু অর্জুন। এরপর দেখা যায়, স্ত্রী স্নেহা রেড্ডি এবং ‘পুষ্পা ২’ সহ-অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন অভিনেতা। তাঁদের সঙ্গে ছিলেন সঙ্গীতকার দেবী শ্রী প্রসাদও।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun Fan Death: 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে গিয়েই শেষ হয়ে গেল জীবনটা, অল্লু অর্জুনকে একঝলক দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল