BTS হল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি ব্যান্ড। সাতজন সদস্যকে নিয়ে তৈরি এই কে-পপ ব্যান্ড সঙ্গীত জগতে একাধিক রেকর্ড ভেঙেছে। গ্র্যামি-র জন্য মনোনীত হয়েছেন তাঁরা। সারা বিশ্বে এই ব্যান্ডের জনপ্রিয়তা দেখার মতো। কিন্তু সঙ্গীত নিয়ে চর্চা করেও এই ব্যান্ডের ব্যাপারে জানতেনই না অলকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন গায়িকা।
আরও পড়ুন: Indian Idol-এ বনগাঁর মেয়ে দেবস্মিতা দ্বিতীয়! অরুণিতার পুনরাবৃত্তি? ক্ষোভ বাংলায়
advertisement
আরও পড়ুন: সাতসকালে দুঃসংবাদ পেলেন ইমন! 'জানি না আমি কী ভুল করেছি', ভেঙে পড়েছেন গায়িকা
অলকা তাঁর মেয়ে শ্যেষার কাছ থেকে এই ব্যান্ডের বিষয়ে জানতে পারেন। তার আগে এই বিখ্যাত কে-পপ ব্যান্ডের অস্তিত্ব সম্পর্কে কোনও ধারণা ছিল না অলকার। তিনি বলেন, "আমি শ্যেষার কাছে জানতে চাই, BTS কে? ও ফোনে হেসে গড়াগড়ি খাচ্ছিল।"
যতক্ষণ শ্রোতারা তাঁর কাজ পছন্দ করছেন, তত ক্ষণে নম্বরের দৌড় নিয়ে চিন্তিত নন অলকা। তাঁর কথায়, "আমার গান বেশি স্ট্রিম হচ্ছে না কম, সেটা নিয়ে ভাবিত নই। মানুষ আমার গান শুনছেন, পছন্দ করছেন, আমাকে আপন করে নিয়েছেন। এটাই আমার কাছে অনেক।"