উচ্ছ্বাস চেপে না রাখতে পেরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়, জীবনে নতুন ভোর দেখব আমরা।' কাপুর খানদানে নতুন সদস্য আসতে চলেছে৷ তার জন্য প্রস্তুতি চলছিলই৷ রবিবার সকাল সাড়ে ৭ নাগাদ স্ত্রী আলিয়াকে নিয়ে রণবীর কাপুর পৌঁছে গিয়েছেন হাসপাতাল৷ আজই ডেলিভারির সম্ভাবনা রয়েছে৷
আরও পড়ুন: রাজ্য সরকারি চাকরির বিরাট সুযোগ, বন দফতরে অঢেল নিয়োগ শীঘ্রই
গিরগাঁওয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম হবে তারকা দম্পতির৷ এপ্রিল মাসে বিয়ে হয় রণবীর-আলিয়ার৷ জুন মাসে তাঁরা গুড নিউজ সকলের সঙ্গে ভাগ করে নেন৷ এই মুহূর্তে চূড়ান্ত উদ্বেগে কাটছে সময়৷ নীতু কাপুর এবং অন্যান্যরা প্রার্থণা করে চলেছেন৷
আরও পড়ুন: বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন অনন্ত মহারাজ, তবে এক সুর তৃণমূল-বিজেপির!
আলিয়া ও রণবীরের প্রথম সন্তানের অপেক্ষায় গোটা বলিউডও। দুই তারকার ভক্তরাও এই খবরে দারুণ খুশি। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বইছে। এখন শুধু সন্তানের জন্মের অপেক্ষা।