কিছু দিন আগেই অনুষ্ঠিত হল আলিয়ার সাধভক্ষণ অনুষ্ঠান৷ তাঁদের বাড়ি ‘বাস্তু’-তে আলিয়ার সাধভক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা৷ বিশেষ দিনের ওই অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন কাঁচা হলুদ রঙের পোশাক৷ সঙ্গে ছিল স্টেটমেন্ট জুয়েলারি৷ রণবীরের পরনে ছিল গোলাপি কুর্তা ও সাদা পায়জামা৷ ছবি শেয়ার করে আলিয়া লিখেছিলেন ‘শুধু ভালবাসা৷’
advertisement
আরও পড়ুন : অস্কারের মঞ্চে এ বার ভারতীয় ছবি ‘চেলো শো’-এর শিশু অভিনেতা রাহুল কোলীর মৃত্যু মারণরোগে
আরও পড়ুন : বরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট প্রিয়াঙ্কার, তুমুল ভাইরাল সব ছবি
এ বছর এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর ও আলিয়া৷ জুনে তাঁরা জানান তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে৷ কাজের দিকে সম্প্রতি রণবীর ও আলিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে৷ এটাই তাঁদের অভিনীত প্রথম ছবি৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় ও শাহরুখ খান৷
এর পর আলিয়ার হলিউডে আত্মপ্রকাশ আসন্ন৷ তাঁকে গল গ্যাডোটের বিপরীতে দেখা যাবে ‘হার্ট অব স্টোন’-এ৷ বলিউডে আলিয়া অভিনয় করছেন রণবীর সিংয়ের বিপরীতে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে৷ ‘জী লে জরা’ ছবিতে আলিয়া অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কইফের সঙ্গে৷