TRENDING:

দিদির সঙ্গে চুটিয়ে পুরি চাট খাচ্ছেন অন্তঃসত্ত্বা আলিয়া, উপভোগ করছেন আসন্ন মাতৃত্বের প্রতি মুহূর্ত

Last Updated:

Alia Bhatt Pregnancy: অন্তঃসত্ত্বা আলিয়া চুটিয়ে উপভোগ করলেন জিভে জল আনা চাট৷ সঙ্গে ছিলেন তাঁর দিদি শাহীন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বলিউডের আরও অনেক তারকা-মায়ের মতো আসন্ন মাতৃত্বের প্রতি মুহূর্ত উপভোগ করছেন আলিয়া ভাটও৷ এই সেদিনই অন্তঃসত্ত্বা আলিয়া চুটিয়ে উপভোগ করলেন জিভে জল আনা চাট৷ সঙ্গে ছিলেন তাঁর দিদি শাহীন৷ দুই বোনের চাট উপভোগ পর্ব ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আলিয়া৷ প্রথম ছবিতে দেখা যাচ্ছে আলিয়া তাঁর হাতে একটা পুরি ধরে আছেন৷ ছবির ক্যাপশন দিয়েছেন ‘দ্য পাওয়ার অব এ পুরি৷’ আর একটা ছবিতে সেমাই-সহ পুরির ছবি দিয়েছেন আলিয়া৷ সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘শাহিন ভাটের সঙ্গে চাট-দিবস, সেরা দিন৷’ প্রেগন্যান্সি ক্রেভিংস যত তীব্র হচ্ছে, ততই আলিয়া সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করছেন৷
মাতৃত্বের প্রতি মুহূর্ত উপভোগ করছেন আলিয়া ভাট
মাতৃত্বের প্রতি মুহূর্ত উপভোগ করছেন আলিয়া ভাট
advertisement

কিছু দিন আগেই অনুষ্ঠিত হল আলিয়ার সাধভক্ষণ অনুষ্ঠান৷ তাঁদের বাড়ি ‘বাস্তু’-তে আলিয়ার সাধভক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা৷ বিশেষ দিনের ওই অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন কাঁচা হলুদ রঙের পোশাক৷ সঙ্গে ছিল স্টেটমেন্ট জুয়েলারি৷ রণবীরের পরনে ছিল গোলাপি কুর্তা ও সাদা পায়জামা৷ ছবি শেয়ার করে আলিয়া লিখেছিলেন ‘শুধু ভালবাসা৷’

advertisement

আরও পড়ুন :  অস্কারের মঞ্চে এ বার ভারতীয় ছবি ‘চেলো শো’-এর শিশু অভিনেতা রাহুল কোলীর মৃত্যু মারণরোগে

আরও পড়ুন :  রের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট প্রিয়াঙ্কার, তুমুল ভাইরাল সব ছবি

advertisement

এ বছর এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর ও আলিয়া৷ জুনে তাঁরা জানান তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে৷ কাজের দিকে সম্প্রতি রণবীর ও আলিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে৷ এটাই তাঁদের অভিনীত প্রথম ছবি৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় ও শাহরুখ খান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর পর আলিয়ার হলিউডে আত্মপ্রকাশ আসন্ন৷ তাঁকে গল গ্যাডোটের বিপরীতে দেখা যাবে ‘হার্ট অব স্টোন’-এ৷ বলিউডে আলিয়া অভিনয় করছেন রণবীর সিংয়ের বিপরীতে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে৷ ‘জী লে জরা’ ছবিতে আলিয়া অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কইফের সঙ্গে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
দিদির সঙ্গে চুটিয়ে পুরি চাট খাচ্ছেন অন্তঃসত্ত্বা আলিয়া, উপভোগ করছেন আসন্ন মাতৃত্বের প্রতি মুহূর্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল