আলিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর ও রণবীরের একাধিক ছবি। ডিজনির দ্য লায়ন কিংয়ের 'হাকুনা মাতাতা' গানের কথা উল্লেখ করে ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে আলিয়া লিখেছেন, '২০২২ কে হাকুনা মাতাতা এনার্জি দিচ্ছি। সাবধানে থাকুন... হাসুন... সাধারণ থাকুন ও বেশি করে ভালোবাসুন! হ্যাপি নিউ ইয়ার'। আলিয়ার ছবির কমেন্টবক্সে তাঁর মা, অভিনেত্রী সোনি রাজদান লিখেছেন, 'দারুণ কথা'। রণবীর কাপুরের মা নীতু কাপুর হৃদয়ের ইমোজি দিয়েছেন কমেন্টবক্সে। অর্জুন কাপুর লিখেছেন, 'নাদানপারিন্দেস'।
advertisement
আরও পড়ুন: প্লাস সাইজেও ফ্যাশনিস্তা বিদ্যা বালন, দেখুন নায়িকার হট লুক!
নিজের প্রোফাইলের ছবিও বদলে ফেলেছেন আলিয়া। সাম্প্রতিক এই বেড়াতে যাওয়ার সময়ের ছবিই শেয়ার করেছেন নায়িকা। রণবীরের সঙ্গে দেশের বাইরে কোথাও একান্তে সময় কাটাচ্ছেন আলিয়া। তবে ডেস্টিনেশন কোথায় তা জানাননি অভিনেত্রী। তবে বিদেশের কোনও জঙ্গলে সাফারি করছেন বলেই বোঝা যাচ্ছে দুই অভিনেতা। আলিয়ার পোস্টে রয়েছে সিংহের ছবি, ফলে সাফারি করতেই কোথাও গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, সবচেয়ে বেশি আক্রান্ত কোন রাজ্যে? জানুন
গত বছরও রনথম্বোরে দুই পরিবারের সঙ্গে একসঙ্গে বর্ষবরণ করেছিলেন আলিয়া ও রণবীর। যদিও এবার একেবারেই নিজেরা সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগেই যোধপুরে রণবীরের জন্মদিন পালন করতে গিয়েছিলেন আলিয়া। সেখানে একে অপরের ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছিলেন আলিয়া। কাজের দিক থেকেও এবার প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের। চলতি বছরেই মুক্তি রয়েছে তাঁদের ব্রহ্মাস্ত্র ছবির।