TRENDING:

২ সপ্তাহেই 'আলো' আসছে আলিয়ার জীবনে? আলিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

Alia Bhatt: তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি শেয়ার করেছেন এবং বলেছেন যে তিনি 'আলো'কে স্বাগত জানাচ্ছেন দুই সপ্তাহ পরেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আলিয়া ভাট সম্প্রতি শিরোনামে রয়েছেন বলিউডের। ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই তিনি এখন পর্যন্ত একটা দারুণ বছর কাটিয়েছেন। তিনিই একমাত্র বলিউড অভিনেত্রী যাঁর এই বছরে তিনটি সফল সিনেমা রয়েছে, যার মধ্যে রয়েছে 'RRR','গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডার্ক কমেডি 'ডার্লিংস'। বেশ কয়েক বছর ডেট করার পর এই বছরের এপ্রিলে তিনি গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুরের সঙ্গে। লাভবার্ডরা জীবনের একটি নতুন পর্ব শুরু করতে প্রস্তুত। তাঁদের প্রথম সন্তান আসছে। সম্প্রতি তাঁদের ছবি ব্রহ্মাস্ত্রের প্রচারের জন্য ব্যস্ত রণবীর- আলিয়া।
advertisement

মুম্বইতে ছবির প্রচারে এক অনুষ্ঠানে রণবীরের বেবি-বাম্প একেবারেই স্পষ্ট। রণবীর কাপুরের সঙ্গে মিলে একের পর এক পোজ দিচ্ছেন অভিনেত্রী। আলিয়ার উজ্জ্বল গোলাপী পোশাক পড়া ছবিতে অভিনেত্রীকে ভীষণই খুশি এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি শেয়ার করেছেন এবং বলেছেন যে তিনি 'আলো'কে স্বাগত জানাচ্ছেন দুই সপ্তাহ পরেই। রণবীরের সঙ্গে আলিয়ার প্রথম ছবি ব্রহ্মাস্ত্র, ঠিক দুই সপ্তাহের মধ্যে ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।

advertisement

আরও পড়ুন: শাড়ি! ভি-নেক ব্লাউজ! কথা বলছে চোখ! নতুন লুকে তাক লাগালেন জয়া

শুক্রবার আলিয়া তাঁর ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করেছেন। গোলাপী ফ্লেয়ার্ড টপ এবং কালো জ্যাকেট পড়ে অদ্ভুত সুন্দর লাগছিল নায়িকাকে। ছবিতে তাঁর বেবি-বাম্প দেখা যাচ্ছে পরিস্কারভাবে। প্রথম ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী, দ্বিতীয় ছবিতে একটু পাশ ফিরে তাকিয়ে তিনি।

advertisement

আরও পড়ুন: নতুন অবতারে শাশ্বত! ভানু বন্দ্যোপাধ্যায়ের লুকে চমকে দিলেন দর্শককে

ছবির সঙ্গে একটি ক্যাপশনও জুড়েছেন আলিয়া। তাতে লেখা, "আলো... আসছে( ২ সপ্তাহের মধ্যেই)। আরেকটু বাদেই তিনি লেখেন, "৯ সেপ্টেম্বর...ব্রহ্মাস্ত্র।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
২ সপ্তাহেই 'আলো' আসছে আলিয়ার জীবনে? আলিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল