মুম্বইতে ছবির প্রচারে এক অনুষ্ঠানে রণবীরের বেবি-বাম্প একেবারেই স্পষ্ট। রণবীর কাপুরের সঙ্গে মিলে একের পর এক পোজ দিচ্ছেন অভিনেত্রী। আলিয়ার উজ্জ্বল গোলাপী পোশাক পড়া ছবিতে অভিনেত্রীকে ভীষণই খুশি এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি শেয়ার করেছেন এবং বলেছেন যে তিনি 'আলো'কে স্বাগত জানাচ্ছেন দুই সপ্তাহ পরেই। রণবীরের সঙ্গে আলিয়ার প্রথম ছবি ব্রহ্মাস্ত্র, ঠিক দুই সপ্তাহের মধ্যে ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।
আরও পড়ুন: শাড়ি! ভি-নেক ব্লাউজ! কথা বলছে চোখ! নতুন লুকে তাক লাগালেন জয়া
শুক্রবার আলিয়া তাঁর ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করেছেন। গোলাপী ফ্লেয়ার্ড টপ এবং কালো জ্যাকেট পড়ে অদ্ভুত সুন্দর লাগছিল নায়িকাকে। ছবিতে তাঁর বেবি-বাম্প দেখা যাচ্ছে পরিস্কারভাবে। প্রথম ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী, দ্বিতীয় ছবিতে একটু পাশ ফিরে তাকিয়ে তিনি।
আরও পড়ুন: নতুন অবতারে শাশ্বত! ভানু বন্দ্যোপাধ্যায়ের লুকে চমকে দিলেন দর্শককে
ছবির সঙ্গে একটি ক্যাপশনও জুড়েছেন আলিয়া। তাতে লেখা, "আলো... আসছে( ২ সপ্তাহের মধ্যেই)। আরেকটু বাদেই তিনি লেখেন, "৯ সেপ্টেম্বর...ব্রহ্মাস্ত্র।"