‘গল্লি বয়’ ছবির পর ‘রকি অ্যান্ড রানিকি প্রেম কাহানি’ ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। এই ট্রেলারেই আলিয়ার মুখে শোনা গেল তৃণমূলের স্লোগান।
আরও পড়ুন: ‘নতুন পদ রান্না’, সৃজিতের পর কি এপার বাংলার আরও এক পরিচালকের সঙ্গে কাজ চঞ্চলের
advertisement
ছবিতে এক বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। করণের এই ছবিতে এক মিষ্টি প্রেমের গল্প দেখা যেতে পারে। ট্রেলার দেখেই ছবির গল্পে পাঞ্জাবি ও বাঙালি পরিবারের মধ্যে সংঘাত হতে পারে বলে মনে করা যাচ্ছে। করণের এই ছবিতে রয়েছে বেশ কিছু ঐতিহ্যপূর্ণ বৈশিষ্ট্য। ৩ মিনিটের ট্রেলার ধরা পড়েছে ‘কভি খুশি কভি গম’ ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি আলভিদা না কেহনা’ ছবির ছোঁয়া। ট্রেলার দেখেই দর্শকদের মনে জেগে উঠেছে সেই পুরোনো ছবির অনুভূতি।
নব্বইয়ের সেরা ছবিগুলোর বেশ কিছু দৃশ্যের সঙ্গে সাদৃশ্য পাওয়া যেতে পারে এই ছবিতে। তার মধ্যে এক বাঙালি মেয়ের মুখে জনপ্রিয় এই ‘খেলা হবে’ স্লোগান রীতিমতো ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায়। ছবিতে দেখা যাবে টোটা চৌধুরী ও চুর্ণী গঙ্গোপাধ্যায়কেও। সব মিলিয়ে প্রেম, ভালবাসা, লড়াই, হাসি, দুঃখ মেশানো গল্প নিয়ে দর্শদের মন জয় করে নিতে পারে করণের ‘রকি অ্যান্ড রান কি প্রেম কাহানি’।