TRENDING:

Alia Bhatt Ranbir Kapoor Wedding: পঞ্জাবি মতেই সব অনুষ্ঠান, আলিয়া-রণবীরের বিয়ের অনুষ্ঠান শুরু চার দিন আগে থেকে!

Last Updated:

খুবই জাঁকজমকপূর্ণ বিয়ে হবে বলেই জানা গিয়েছে। (Alia Bhatt Ranbir Kapoor Wedding)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে জোর গুঞ্জন। দুই অভিনেতার কেউই সরাসরি এ নিয়ে মুখ না খুললেও বলিউড সূত্রে জোরালো খবর, এ মাসের ১৭ তারিখ বিয়ে করছেন রণবীর ও আলিয়া। আরকে ফ্যামিলি হাউজেই বসবে দুই তারকার বিয়ের আসর। মুম্বইয়ের চেম্বুরে আরকে বাঙ্গলোতে হবে বিয়ের সব অনুষ্ঠান। খুবই জাঁকজমকপূর্ণ বিয়ে হবে বলেই জানা গিয়েছে। (Alia Bhatt Ranbir Kapoor Wedding)
Alia Bhatt Ranbir Kapoor Wedding
Alia Bhatt Ranbir Kapoor Wedding
advertisement

বিয়ের মূল অনুষ্ঠানের চারদিন আগে থেকেই শুরু হবে সেলিব্রেশন। ইতিমধ্যেই বিয়ের আসরে সাজানো শুরু হয়ে গিয়েছে বলেই খবর। ১৩ এপ্রিল থেকেই বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং বিয়ে হবে পঞ্জাবি রীতি মেনেই। যদিও দুই পরিবারই বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, 'কাপুরদের কাছে পরিবার হল তাঁদের বিশ্ব। কাপুরদের পরিবারের ঐতিহ্য বজায় রেখেই এই বিয়ে হবে।'

advertisement

আরও পড়ুন: ১০০০ কোটির ব্যবসা RRR-এর, চুটিয়ে উদযাপন সেলেবদের! দেখুন পার্টির অন্দরের ছবি

আরকে বাঙ্গলোর লনেই বিয়ের বিরাট আয়োজন করা হবে। জানা গিয়েছে, আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে হবে ১৭ এপ্রিল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁদের বিয়ে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরকে প্রশ্ন করা হয়েছিল বিয়ের দিন নিয়ে। রণবীর সেখানে বলেছেন, 'আমাকে কি পাগল কুকুর কামড়েছে যে আমি মিডিয়াকে বিয়ের দিন বলে দেব। আমি ও আলিয়া বিয়ে করব ঠিক করেছি। সেটা খুব তাড়াতাড়িই হবে।'

advertisement

আরও পড়ুন: এই থালায় খেয়েই ওজন কমিয়েছেন ভূমি পেডনেকর, জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কাজের দিক থেকে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুনকে। এছাড়াও রণবীরের হাতে রয়েছে শামশেরার কাজ। নায়িকা বাণী কাপুর। আলিয়া কাজ করছেন রকি অওর রানি কি প্রেম কাহানি ছবি নিয়ে। উল্টোদিকে রয়েছেন রণবীর সিং।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt Ranbir Kapoor Wedding: পঞ্জাবি মতেই সব অনুষ্ঠান, আলিয়া-রণবীরের বিয়ের অনুষ্ঠান শুরু চার দিন আগে থেকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল