বক্স অফিসে চরম সাফল্য। গোটা দেশ জুড়ে RRR দেখে দর্শকরা মেতে উঠেছেন। ইতিমধ্যেই ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। তারই সাফল্য উদযাপনে বিরাট পার্টি দিয়েছিলেন ছবির কলাকুশলীরা। (RRR Success Party)
2/ 9
পরিচালক এস এস রাজামৌলির সঙ্গে ছবির দুই নায়ক রাম চরণ ও এনটিআর জুনিয়র।