TRENDING:

সিদ্ধার্থ কার ? লড়াইয়ে আলিয়া-শ্রদ্ধা !

Last Updated:

এমনিতে বলিউডের মিষ্টি নায়িকার খাতাতেই নাম লিখিয়েছেন শ্রদ্ধা ও আলিয়া ৷ কিন্তু এই মিষ্টি নায়িকারাও যে দরকার পড়লে হতে পারেন তেঁতো তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ৷ আর মিষ্টি থেকে তেঁতোতে নিয়ে গেলেন হ্যান্ডসাম নায়ক সিদ্ধার্থ মালিয়া !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এমনিতে বলিউডের মিষ্টি নায়িকার খাতাতেই নাম লিখিয়েছেন শ্রদ্ধা ও আলিয়া ৷ কিন্তু এই মিষ্টি নায়িকারাও যে দরকার পড়লে হতে পারেন তেঁতো তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ৷ আর মিষ্টি থেকে তেঁতোতে নিয়ে গেলেন হ্যান্ডসাম নায়ক সিদ্ধার্থ মালিয়া !
advertisement

বলিউড গুঞ্জনে এসেছিল আলিয়া-সিদ্ধার্থ নাকি বেশ কিছুদিন ধরেই ডেট করছেন ৷ অন্যদিকে খবর এও ছিল, শ্রদ্ধা কাপুরের সঙ্গেও নাকি এদিক-ওদিক দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালিয়াকে ৷ তবে ঝামেলার সুত্রপাত ছবি নিয়েই ৷ জানা গিয়েছে, নতুন এক ছবিতে অভিনয় করার কথা সিদ্ধার্থ-আলিয়া ও শ্রদ্ধা ৷ কিন্তু শ্রদ্ধা ও আলিয়া দু’জনেই নাকি চাইছেন ছবিতে সিদ্ধার্থের বিপরীতে থাকতে ! অন্য আরেকটি নায়কের থাকা কথা শুনেই নাকি তেলেবেগুনে জ্বলছেন এই দুই নায়িকা !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিদ্ধার্থ কার ? লড়াইয়ে আলিয়া-শ্রদ্ধা !