সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই মেগারই আর এক অভিনেতা বিনীত রায়না। অভিনেতার কথায় জানা যায়, তুনিশা-সিজান সেটের মধ্যে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবেই দেখা যেত বেশিরভাগ সময়ে। তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল। প্রয়াত অভিনেত্রীর প্রসঙ্গে তিনি বলেন, ''মেয়েটা খুবই হাসিখুশি থাকত। কী যে হল আমি জানি না। সবাই হয়তে জানে না, ও কিন্তু খুব ভাল গান গাইত। বহুপ্রতিভার অধিকারী ছিল তুনিশা। খুব কম দিন কাটিয়েছি ওর সঙ্গে। কিন্তু ওর কথা কোনও দিন ভুলব না।''
advertisement
আরও পড়ুন: মঙ্গলবার শেষকৃত্য তুনিশার, মৃত্যুর আগে সিজানের সঙ্গে কী ভাবে সময় কাটান অভিনেত্রী
বিনীত জানালেন, তুনিশা-সিজান নিজেদের ঘরে একসঙ্গে সময় কাটাতেন। একসঙ্গে গান শুনতেন যুগল। বিনীতের কথায়, ''কোনও দিনও ঝগড়া করতে দেখিনি ওদের। একে অপরকে সম্মান দিয়ে কথা বলত। তার পরেও কী ঘটল, আমি জানি না, দু'জনের সঙ্গেই কথা বলতাম আমি।''
আরও পড়ুন: আদৌ কি অন্তঃসত্ত্বা ছিলেন তুনিশা? জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফাঁস হল সত্যি
তুনিশার দেহকে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, শনিবার ওয়াশরুম গিয়েছিলেন তুনিশা। দীর্ঘ সময়ের জন্য সেখান থেকে ফেরেননি তিনি। এর পর দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাঁর প্রেমিক সিজান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিনই গ্রেফতার করা হয় সিজানকে। আপাতত চার দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে।
মঙ্গলবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য হবে। সোমবার রাতে অভিনেত্রীর মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।