TRENDING:

Albert Kabo Latest Update: শিশুকন্যাকে হারিয়ে মঞ্চে হাউ হাউ করে কান্না, এখন কোথায় গায়ক অ্যালবার্ট কাবো, কেমন আছেন কালিম্পঙের ছেলে?

Last Updated:

Albert Kabo Latest Update: ২৬ অগাস্ট থেকে শুরু হয়েছে হিন্দি সারেগামাপা। কাবো এবার সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শেষ জি বাংলা সারেগামাপা-র মঞ্চে ফাইনালে পৌঁছেছিলেন কালিম্পঙের অ্যালবার্ট কাবো লেপচা। গান না শিখেও, গান গেয়ে সঙ্গীতের মঞ্চে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি। প্রতিযোগিতায় জয়ী হতে না পারলেও ভিউয়ার্স চয়েসের নিরিখে প্রথম হয়েছিলেন। এরপর ফের জীবনের এক গভীর ক্ষতর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কাবো।
অ্যালবার্ট কাবো, স্ত্রী পূজা ও কন্যা এলভিন
অ্যালবার্ট কাবো, স্ত্রী পূজা ও কন্যা এলভিন
advertisement

রিয়্যালিটি শো-এর মঞ্চেেই স্ত্রী পূজা ও সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কাবো। তিনি যে বিবাহিত সে খবর জানতেন না অধিকাংশ অনুরাগীই। কাবো জানান তাঁর স্বপ্নপূরণের শরিক স্ত্রী পূজা ছেত্রী। কিন্তু আচমকাই শো শেষ হওয়ার কয়েকদিন পর নিজের সন্তানকে চিরতরে হারান কাবো। তবে তিনি থেমে থাকেননি। ফের একবার স্ত্রীর অনুপ্রেরণা ও তাঁর মুখের দিকে তাকিয়েই লড়াইয়ে নেমেছেন কাবো।

advertisement

আরও পড়ুন: উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালই উপাচার্য! বেনজির ঘটনা বাংলায়, বোসের সিদ্ধান্তে বেজায় বিতর্ক

২৬ অগাস্ট থেকে শুরু হয়েছে হিন্দি সারেগামাপা। কাবো এবার সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নিজের গানের জাদুতে বিচারক নীতি মোহন, হিমেশ রেশমিয়া ও অনু মালিকের মন জয় করে অডিশন রাউন্ড উত্তীর্ণ হয়েছেন কাবো। জি টিভির তরফ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে বডিগার্ড ছবির ‘আই লাভ ইউ’ গান গাইতে দেখা যাচ্ছে কাবোকে। ওই গানের মাধ্যমে সকলের মন জিতে নেন তিনি। অনু মালিক, হিমেশ রেশমিয়া এবং নীতি মোহন মুগ্ধ হয়ে যান বাংলার কাবোর গান শুনে।

advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার! মন্ত্রীর ছেলের সঙ্গে থাকতেন ওই যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গান শেষ করার পর হিন্দি সারেগামাপার আপকামিং সিজনের বিচারকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি এ বছর একেবারেই আসতে চাইনি।’ তাঁর মুখে ওই কথা শুনে নীতি মোহন প্রশ্ন করেন, ‘কেন আসতে চাননি শুনি?’ বিচারকের প্রশ্নে ফুঁপিয়ে কেঁদে ওঠেন অ্যালবার্ট কাবো। পূজাও নিজেকে স্থির রাখতে পারেননি। ডুকরে কাঁদেন তিনিও। পরে স্ত্রী পূজা ও কাবো দুজনেই একমাত্র মেয়ে এলভিনকে হারানোর কথা জানান। হার্টে ফুটো ছিল ছোট্ট এলভিনের। গত জুলাইতে চিরঘুমে চলে গিয়েছে দুধের শিশু।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Albert Kabo Latest Update: শিশুকন্যাকে হারিয়ে মঞ্চে হাউ হাউ করে কান্না, এখন কোথায় গায়ক অ্যালবার্ট কাবো, কেমন আছেন কালিম্পঙের ছেলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল