দর্শকরা ছবিটি দারুণ পছন্দ করেছিল, তবে জানেন কি যে এই ছবির শুটিংয়ের সময় অনস্ক্রিন অ্যাকশনের পাশাপাশি অফস্ক্রিন অ্যাকশনও হয়েছিল। সেটে ছবির পরিচালক রোহিত শেঠি ও অক্ষয় কুমারের মধ্যে হাতাহাতি হয়। আসলে, অক্ষয় কুমারের শেয়ার করা একটি খুব পুরনো ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অক্ষয় কুমার এবং রোহিত শেঠিকে মারধর করতে দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতে, অক্ষয়ের সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফকে তার ফোন থেকে একটি খবর পড়তে দেখা যাচ্ছে এবং তিনি তাঁর ফোনটি সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অক্ষয় এবং রোহিত শেট্টির মধ্যে ঝগড়া হয়।
advertisement
আরও পড়ুন - T20 WC: বৃষ্টিতে এক বলও হল না! অজি বনাম ইংল্যান্ড ম্যাচ না হওয়ায় লাভ অন্য দলের
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
এই ভিডিওটি ট্যুইট করে খিলাড়ি অক্ষয় কুমার লিখেছেন, '‘একটি মারামারি যা আপনার দিন তৈরি করে দিতে পারে।'’ এই ভিডিওটি তাঁর ফ্যানদের দারুণ পছন্দ হয়েছে তাতে তাঁরা জমিয়ে কমেন্টও করছেন৷
'সূর্যবংশী' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল 'সিংহম' ও 'সিম্বা'কে
'সূর্যবংশী' প্রযোজনা করেছিলেন করণ জোহর এবং রোহিত শেঠি। 'সিম্বা' এবং 'সিংহম'ও এই ছবিতে কাঁপাকাঁপি পারফরম্যান্স দিয়েছিলেন। 'সিম্বা' এবং 'সিংহম' দুটি সিনেমাই রোহিত শেঠি পরিচালনা করেছিলেন৷ রণবীর সিং, অজয় দেবগন এবং অক্ষয় কুমার একসঙ্গে বড় পর্দায় দারুণ দাপুটে পারফরম্যান্স করেছিলেন তিনি।