সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এদিন পোলিং বুথ থেকে অক্ষয় কুমার যখন ভোট দিয়ে বেরিয়ে আসছেন সেই সময় এক কিশোরী এসে তাঁর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। জানান তাঁর বাবার প্রচুর ধার, দেনা হয়ে গিয়েছে। তাঁরা দারুণ আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন। এমন অবস্থায় অভিনেতা তাঁদের সাহায্য করবেন কিনা।
আরও পড়ুন: শিশুদের জনপ্রিয় কাফ সিরাপ নিষিদ্ধ, রাজ্যের কোথাও এই ‘ব্যাচের’ সিরাপ ব্যবহার করা যাবে না! জানুন
advertisement
সেই মেয়েটির আবেদন নাকচ করে দেননি অক্ষয়। বরং তাঁকে বলেছেন তিনি যেন তাঁর নম্বর অভিনেতার টিমের কাছে দিয়ে দেন। ফলে অনুমান করা যায়, ‘খিলাড়ি’ অক্ষয় হয়তো সাহায্যের হাত বাড়ালেও বাড়াতে পারেন। অক্ষয় কুমারের এই ভিডিও ভাইরাল। ভিডিওতে মেয়েটিকে অক্ষয়ের থেকে আশ্বাস পাওয়ার পর প্রণাম করতেও দেখা যায়।
মুম্বইয়ের নাগরিক হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে প্রথম সারির তারকাদের মধ্যেই ছিলেন অক্ষয়। ভোটকেন্দ্র থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আজকের দিনটি হল সেই দিন, যখন আমাদের হাতে ‘রিমোট কন্ট্রোল’ থাকে। আমি সমস্ত মুম্বইবাসীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।”
