সম্প্রতি এক সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন অক্ষয়। তাই তিনি আসতে পারবেন না অনন্ত-রাধিকার বিয়ের আসরে। অক্ষয়ের এক ঘনিষ্ঠ ব্যক্তির কথায়, “শেষ ছবি ‘সরফিরা’র প্রচার চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয়। তাঁর দলের কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন আগেই। তাই অক্ষয় নিজেও স্বাস্থ্যপরীক্ষা করান। তাতে কোভিড পজিটিভ আসে তাঁরও। এর পরই তিনি না আসতে পারার কথা জানিয়ে দেন।” দুঃখ পেলেও অক্ষয়ের এই সিদ্ধান্তকে কুর্নিশ করেন সকলে। তিনি না জেনে চলে এলে নিমন্ত্রিতদের সকলেই এমনকি আম্বানি পরিবারেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা দেখা দিত।
advertisement
কয়েক সপ্তাহ আগে,অনন্ত আম্বানিকে অক্ষয়ের বাড়িতে ব্যক্তিগতভাবে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে দেখা গিয়েছিল। মার্চ মাসে অনুষ্ঠিত প্রাক-বিবাহের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অক্ষয়। এবার বিয়ের দিন তারকাদের ভিড়ে তাঁকে চোখে হারাবেন সকলেই। অন্যান্য বলিউড তারকাদের মধ্যে উপস্থিত থাকছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সলমন খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।
কিমকে দেখে হুড়োহুড়ি মুম্বই বিমানবন্দরে, কী করলেন হলিউড তারকা?
অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১২ জুলাই। বর কনের পোশাকের ধরন ভারতেরই সাবেকি ঐতিহ্য অনুযায়ী। ১৩ জুলাই শুভ আশীর্বাদ। এদিনের পোশাক হবে ফরমাল ইন্ডিয়ান। এর পর ১৪ জুলাই, মঙ্গল উৎসব বা বউভাত। এদিনের পোশাক জাঁকজমকপূর্ণ। বিয়ের সব ক’টি অনুষ্ঠানই আয়োজিত হবে জিও ওয়ার্ল্ড সেন্টার বা বিকেসিতে।