TRENDING:

Bollywood Gossip: হুমা কুরেশির ইদের পার্টিতেই সব ফাঁস! অক্ষয়-পুত্র আরভের পাশে কে এই সুন্দরী রহস্যময়ী? জোর জল্পনা

Last Updated:

Bollywood Gossip: সম্প্রতি আরভকে দেখা গিয়েছে অভিনেত্রী হুমা কুরেশির ঈদের পার্টিতে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বি-টাউনের তারকা দম্পতি অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার পুত্র আরভ কুমার। সম্প্রতি আরভকে দেখা গিয়েছে অভিনেত্রী হুমা কুরেশির ঈদের পার্টিতে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সঙ্গে সঙ্গে সেই ছবি আর ভিডিও সকলের নজর কেড়ে নিয়েছে। এমনিতে স্টার কিড হলেও আরভকে সেভাবে প্রচারের আলোর মাঝে দেখা যায় না। তবে এবার এক হাই-প্রোফাইল পার্টিতে দেখা মিলল তাঁর। সঙ্গে অবশ্য ছিলেন এক সুন্দরী রহস্যময়ী কন্যে। আর এই ছবি ছড়িয়ে পড়তেই আরভের প্রেমের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।
News18
News18
advertisement

কালো পোশাকে একেবারে স্টাইলিশ অবতারে দেখা মিলল অক্ষয়-পুত্রের। এক সুন্দরী সঙ্গীকে সঙ্গে করে নিয়ে অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি। দুজনকে খোশমেজাজেই দেখা গিয়েছিল। এমনকী পাপারাৎজিদের দেখে হাসিও ছুড়ে দিয়েছেন তাঁরা। বরাবরই সংবাদমাধ্যমের প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন আরভ। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার সময় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি দেখেও এতটুকু বিচলিত হননি আরভ। তবে ইতিমধ্যেই তাঁর সঙ্গীকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

advertisement

আরও পড়ুন-এপ্রিলেই আসছে ঘূর্ণিঝড়…! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ভাসবে দক্ষিণের একাধিক জেলা, কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় আপডেট দিল IMD

পরে অবশ্য সন্ধ্যা গভীর হতেই একসঙ্গে পার্টি ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় আরভ এবং তাঁর সঙ্গে থাকা কন্যেকে। দেখা যায়, বেরোনোর সময় আরভের হাতে ছিল আয়োজকদের থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাগ। বলিউডের অন্যতম বড় অ্যাকশন তারকার পুত্র হওয়া সত্ত্বেও বিনোদন জগৎ থেকে দূরেই থাকেন আরভ। জনসমক্ষেও তাঁকে খুব একটা দেখা যায় না। আগের এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার সগর্বে জানিয়েছিলেন যে, ফিল্মের তুলনায় ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিই বেশি আগ্রহ রয়েছে তাঁর পুত্রের। অক্ষয় বলেছিলেন যে, “টুইঙ্কল আর আমি যেভাবে আরভকে মানুষ করেছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। ও খুবই সরল-সাধারণ একটা ছেলে। কোনও কিছু করার জন্য আমরা ওর উপর কখনও জোর করিনি। ফ্যাশনে ওর আগ্রহ রয়েছে। ও আসলে সিনেমা জগতের অংশ হতে চায় না।”

advertisement

আরও পড়ুন-১৩ বছর পর রামনবমীতে দুর্লভ কাকতালীয় যোগ…! এই ছোট্ট কাজ করলেই ‘মালামাল’, দ্বিগুণের বেশি লাভ, খুলবে ভাগ্যের দরজা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরবের স্বাধীন আর মুক্ত স্বভাবের বিষয়েও কথা বলেছেন হেরা ফেরি তারকা। অক্ষয়ের কথায়, “নিজের জামাকাপড় নিজেই কাচাধোওয়া করে ও। আর খুব ভাল রান্নাও করতে পারে। এমনকী বাসনও মাজতে পারে। আর দামি দামি জামাকাপড় কিনতে চায় না একেবারেই।” তবে হুমা কুরেশির ঈদের পার্টিতে সম্প্রতি কোন রহস্যময়ী সুন্দরী কন্যের সঙ্গে উপস্থিত হলেন এই স্টার-কিড, সেটা জানার জন্যই আপাতত মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাঁদের মধ্যে কি কোনও প্রেমের সম্পর্ক প্রস্ফুটিত হচ্ছে, না কি তাঁরা শুধুই বন্ধু, সেটা শুধু সময়ই বলতে পারে!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: হুমা কুরেশির ইদের পার্টিতেই সব ফাঁস! অক্ষয়-পুত্র আরভের পাশে কে এই সুন্দরী রহস্যময়ী? জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল