কালো পোশাকে একেবারে স্টাইলিশ অবতারে দেখা মিলল অক্ষয়-পুত্রের। এক সুন্দরী সঙ্গীকে সঙ্গে করে নিয়ে অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি। দুজনকে খোশমেজাজেই দেখা গিয়েছিল। এমনকী পাপারাৎজিদের দেখে হাসিও ছুড়ে দিয়েছেন তাঁরা। বরাবরই সংবাদমাধ্যমের প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন আরভ। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার সময় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি দেখেও এতটুকু বিচলিত হননি আরভ। তবে ইতিমধ্যেই তাঁর সঙ্গীকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
advertisement
পরে অবশ্য সন্ধ্যা গভীর হতেই একসঙ্গে পার্টি ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় আরভ এবং তাঁর সঙ্গে থাকা কন্যেকে। দেখা যায়, বেরোনোর সময় আরভের হাতে ছিল আয়োজকদের থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাগ। বলিউডের অন্যতম বড় অ্যাকশন তারকার পুত্র হওয়া সত্ত্বেও বিনোদন জগৎ থেকে দূরেই থাকেন আরভ। জনসমক্ষেও তাঁকে খুব একটা দেখা যায় না। আগের এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার সগর্বে জানিয়েছিলেন যে, ফিল্মের তুলনায় ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিই বেশি আগ্রহ রয়েছে তাঁর পুত্রের। অক্ষয় বলেছিলেন যে, “টুইঙ্কল আর আমি যেভাবে আরভকে মানুষ করেছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। ও খুবই সরল-সাধারণ একটা ছেলে। কোনও কিছু করার জন্য আমরা ওর উপর কখনও জোর করিনি। ফ্যাশনে ওর আগ্রহ রয়েছে। ও আসলে সিনেমা জগতের অংশ হতে চায় না।”
আরবের স্বাধীন আর মুক্ত স্বভাবের বিষয়েও কথা বলেছেন হেরা ফেরি তারকা। অক্ষয়ের কথায়, “নিজের জামাকাপড় নিজেই কাচাধোওয়া করে ও। আর খুব ভাল রান্নাও করতে পারে। এমনকী বাসনও মাজতে পারে। আর দামি দামি জামাকাপড় কিনতে চায় না একেবারেই।” তবে হুমা কুরেশির ঈদের পার্টিতে সম্প্রতি কোন রহস্যময়ী সুন্দরী কন্যের সঙ্গে উপস্থিত হলেন এই স্টার-কিড, সেটা জানার জন্যই আপাতত মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাঁদের মধ্যে কি কোনও প্রেমের সম্পর্ক প্রস্ফুটিত হচ্ছে, না কি তাঁরা শুধুই বন্ধু, সেটা শুধু সময়ই বলতে পারে!
